সোহেল রানার ভুল চিকিৎসা হয়েছে বলে দাবি ছেলের
৮ নভেম্বর ২০২২ ১৭:৩১ | আপডেট: ৮ নভেম্বর ২০২২ ১৭:৩৫
মুক্তিযোদ্ধা, নায়ক, প্রযোজক ও পরিচালক সোহেল রানার দেশের হাসপাতালে ভুল চিকিৎসা হয়েছে বলে দাবি করেছেন তার ছেলে মাশরুর পারভেজ। সিঙ্গাপুর থেকে এক ভিডিও বার্তায় তিনি এ অভিযোগ তুলেছেন।
৩০ অক্টোবর চিকিৎসার জন্য সোহেল রানাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেধ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে এ ভিডিও বার্তা দেন মাশরুর।
মাশরুর বলেন, ‘বাবার চোখে ছানির সমস্যার চিকিৎসা করানো হয়েছিল দেশের এভারকেয়ার হাসপাতালে। চিকিৎসক ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) সায়েদুর রহমান। বিষয়টা তারা ধামাচাপা দিতে চেয়েছিল। আমার কাছে সব রিপোর্ট রয়েছে। সেটা দেখলেই বোঝা যায় যে তারা ভুল করেছে।’
তিনি আরও বলেন, ‘আমি এভারকেয়ার গ্রুপের বিরুদ্ধে লড়ব। তাদের বিরুদ্ধে লড়া মানে দেশের অনেক পাওয়ারফুল মানুষের বিরুদ্ধে লড়া।
তিনি এ-ও জানান যে, তারা বাবা সুস্থ হয়ে উঠছেন, তবে এ জার্নি দুঃস্বপ্নের মতো।
সারাবাংলা/এজেডএস