Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথমবার যৌথ প্রযোজনায় নীরব

আহমেদ জামান শিমুল
৭ নভেম্বর ২০২২ ১৭:২৭

এক যুগের সিনেমা ক্যারিয়ারে এখন পর্যন্ত কোনো যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করেননি নীরব। এবার তিনি বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় ছবিতে অভিনয় করবেন। ‘স্পর্শ’ নামের ছবিটি নির্মাণ করবেন বাংলাদেশ থেকে অনন্য মামুন ও ভারত থেকে অভিনন্দন দত্ত।

নীরব ছবিটি নিয়ে বলেন, ‘যৌথ প্রযোজনার ছবিতে কাজ করার ইচ্ছে ছিলো। নানা কারণ হয়ে উঠছিলো। মামুন ভাই যখন গল্প শোনালো তখন বেশ ভালো লাগলো। এটি তার সঙ্গে আমার তৃতীয় ছবি। এর আগে আমরা অমানুষ ও কসাই করেছি।’

বিজ্ঞাপন

‘অসম প্রেমের গল্প নিয়ে আমরা ছবিটি নির্মাণ করবো। এতে রোমান্স, অ্যাকশন সবই পাবেন দর্শক’,—বলেন অনন্য মামুন। ছবির কাহিনি ও চিত্রনাট্যও লিখেছেন তিনি।

নীরবের বিপরীতে কে অভিনয় করবেন তা এখনও ঠিক হয়নি। তবে জানা গেছে, দুই দেশ থেকেই নামরা শিল্পীরা থাকবেন এতে।

এ মাসেই ছবিটির শুটিং শুরুর পরিকল্পনা মামুনের। তিনি জানান, এখন পর্যন্ত বাংলাদশ কিংবা ভারতের সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে যৌথ প্রযোজনার ছবিটির চিত্রনাট্য অনুমোদন পায়নি। মামুন বলেন, আমরা আশা করছি কয়েকদিনের মধ্যেই পেয়ে যাবো। শুটিংয়ের ক্ষেত্রে বাংলাদেশ কিংবা ভারত যেখানেই আগে পাই সেখানে শুটিং শুরু করে দিবো।

ছবিটি বাংলাদেশ থেকে প্রযোজনা করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট এবং ভারত থেকে লাইট ক্যামেরা অ্যাকশন।

সারাবাংলা/এজেডএস

নীরব স্পর্শ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর