উড়াল দিলেন নাবিলা
২৮ এপ্রিল ২০১৮ ১৯:৫৯ | আপডেট: ৩০ এপ্রিল ২০১৮ ১৫:০৬
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
বিয়ে করেছেন একদিনও হয়নি, এর মধ্যেই উড়াল দিয়েছেন নাবিলা। স্বামী জোবাইদুল হক রিমকে নিয়ে যুক্তরাজ্য গেছেন ‘আয়নাবাজি’ খ্যাত এই তারকা। এই যাত্রা অবশ্য মধুচন্দ্রিমার জন্য নয়, এই জুটি অফিসের কাজে যাচ্ছেন ব্রিটেন। সুযোগ মিললে অবশ্য দ্বীপদেশটিতেই হানিমুন সেরে ফেলবেন তারা। ব্রিটেনে সুবিধা করতে না পারলে মে মাসের দ্বিতীয় দিনে দেশে ফিরে হানিমুনের পরিকল্পনা করবেন নাবিলা-জিম।
বিদেশ যাওয়ার খবর আগেই জানিয়ে রেখেছিলেন নাবিলা। যাওয়ার আগে গতরাতে একটি ছবি পোস্ট করেছেন তিনি। বর জোবাইদুল হক রিমকে বিমানের পাশের সিটে বসিয়ে তোলা ছবির ক্যাপশনে নাবিলা লিখেছেন, ‘আমরা যাচ্ছি।’ এদিকে বিমানবন্দরে তোলা আরো অনেকগুলো ছবি পোস্ট করেছেন নাবিলার বন্ধুরা। সেখানে তাদেরকে বিদায় জানাতে আসা পরিবারের সদস্যদেরও দেখা গেছে।
নাবিলার স্বামী ও বন্ধু রিম পেশায় ব্যাংকার। বিয়ের আগে আঠারো বছর বন্ধুত্ব ছিলো এই জুটির।
সারাবাংলা/টিএস