Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অন্ধ ভালোবাসার নাটক ‘বৃষ্টিভেজা দুচোখ’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৪ নভেম্বর ২০২২ ১২:২২

নীরা নামের মেয়েটি ভার্সিটির ছাত্রী। ভীষণ ভালো ছবি আঁকে ও ফটো গ্যালারিতে কাজ করতে ভালোবাসে। এক দুর্ঘটনায় তার মুখ বিবর্ণ হয়ে যায়। নীরা ভীষণ ভেঙে পড়ে কিন্তু অনাবিল আর্থিক সহযোগিতা করে তার চিকিৎসা করিয়ে ভালো করে তোলে। অনাবিল নীরাকে ভালোবাসলেও তাকে তা না জানিয়ে নীরব থাকে। এই অন্ধ ভালোবাসাতেই অবশেষে একদিন দু’জন দুজনকে খুঁজে পায়।

এমন গল্প নিয়েই বাংলাদেশ টেলিভিশনের নাটক ‘ বৃষ্টিভেজা দুচোখ’। ননি সুলতানার রচনায় এটি প্রযোজনা করেছেন শাহজামান মিয়া।

বিজ্ঞাপন

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সঞ্চিতা দত্ত, টুটুল চৌধুরী, খালেকুজ্জামান, মিলি মুন্সি, সিলভিয়া, অরজুমান্দ আরা বকুল, সুভাষ, তমা, মোস্তাফিজুর রহমানসহ আরো অনেকে। প্রচারিত হবে শনিবার (৫ নভেম্বর) রাত ৯টায় বিটিভিতে।

সারাবাংলা/এজেডএস

বিটিভি বৃষ্টিভেজা দুচোখ

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর