Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাকুল প্রীতের সিনেমা বাংলায় দেখবে দর্শক

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২ নভেম্বর ২০২২ ১৩:২৭

শুক্রবার (৩ নভেম্বর) এইচ. ভিনোথ পরিচালিত ‘থীরান’ মুক্তি পেতে যাচ্ছে চরকিতে। ‘থীরান’ ২০১৭ সালে তামিল ভাষায় মুক্তি পেয়েছিল। এবার বাংলা ভাষায় বিশ্বের যেকোনো স্থান থেকে সিনেমাটি উপভোগ করতে পারবে দর্শক।

এই সিনেমায় নাম ভূমিকায় দেখা যাবে তামিল ও মাদ্রাজ ফিল্ম ইন্ডাস্ট্রির হার্টথ্রব নায়ক কারথী-কে। তার সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করেছেন তেলেগু, তামিল ও হিন্দি সিনেমা জগতের জনপ্রিয় তারকা রাকুল প্রীত সিং। অভিমন্যু সিং-সহ আরও অনেককে দেখা যাবে এই সিনেমায়।

বিজ্ঞাপন

থীরান একজন পুলিশ অফিসার। একই প্যাটার্নের উপর ভিত্তি করে ঘটতে থাকে দুর্ধর্ষ সব খুনের ঘটনা। থীরান চেষ্টায় থাকে কীভাবে উদ্ধার করা যায় এই খুনের রহস্য। আর এই নির্মম ঘটনার পেছনে আসলেই কারা? থীরান ও তার ডিপার্টমেন্ট কীভাবে সমাধান করে এই রহস্যের? তারা কি সফল হয়েছে? সব প্রশ্নের উত্তর মিলবে ৩ নভেম্বর রাত ৮টায়।

২০০০ সালে ঘটে যাওয়া সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে ‘থীরান’। একশন, ক্রাইম, থ্রিলারধর্মী এই সিনেমা দর্শকদের আটকিয়ে রাখবে পুরো সময় জুড়ে।

সারাবাংলা/এজেডএস

ধীরান রাকুল প্রীত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর