Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফুলকির আয়োজনে ভিন্ন এক গল্পের আসর

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৯ অক্টোবর ২০২২ ১৭:৫৪ | আপডেট: ২৯ অক্টোবর ২০২২ ১৭:৫৮

ছোটদের সাংস্কৃতিক জগৎ ফুলকির আয়োজনে ভিন্ন এক অভিজ্ঞতা স্বাদ পেল শিশুকিশোরসহ বিভিন্ন বয়সের দর্শক। ২৮ অক্টোবর (শুক্রবার) ফুলকির ‘গল্পরাজ্য’ প্রকল্পের উদ্যোগে থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টায় হলভর্তি দর্শকসহ দেশী বিদেশী গল্প নিয়ে বসেছিল ‘গল্প উপভোগের আসর’।

প্রাচীনকাল থেকেই মানুষ গল্পপ্রিয়। আর বাঙালী জীবনে তা যেন ওতপ্রোতভাবেই জড়িয়ে আছে। তবে এদিন ফুলকির গল্পরাজ্যের দিদিমনি, দাদাভাইরা গল্পগুলোকে জীবন্ত করে তোলেন নানা অনুষঙ্গ ব্যবহারের মাধ্যমে। দর্শকরাও তা উপভোগ করে বেশ। গল্প শোনান নাঈমা নাজনীন, নিশিগন্ধা দাশ গুপ্তা, রিপন পাল, মেহেরুন রাবীবা মিলি ও দীপা চৌধুরী। সাথে ছিল গল্পের শিশুদল সোহিনী, অবনিশ, ঋতায়ন, জয়িতা, সার্থক, বৈজয়ন্তী, অতুল, উজ্জয়িনি, মেহেরিমা, ভূমিশ্রেষ্ঠা, ফখরুদ্দিন, অদ্বিতীয়া, অন্যতমা, রুমী আদ-দীন, আলিফা, জারিয়াত, সাফওয়াত, লাজিয়া, তাসমিয়া, নামিরাহ, হৃদি,সুবহানা, কাব্য, ঋতব্রত, মোহাম্মদ, রামিসা, ফতেহ, আরহামুল,শীবম, কল্প, নুরায়েজ, সামারা।

বিজ্ঞাপন

মঞ্চ ছাড়াও এদিন মুক্তাঙ্গনে দেখা মেলে চাঁদের বুড়ি, গুপী, বাঘা, সিন্ডারেলা, আলাদিন, রেপাঞ্জেল, চার্লি চ্যাপলিনসহ আরও নানা গল্পের চরিত্রের। সব মিলিয়ে যেন এক গল্পের হাট বসে এদিন।

আয়োজন শেষে ফুলকির সর্বাধ্যক্ষা শীলা মোমেন শিশুদের শুভেচ্ছা জানান এবং শিশুদের নিয়ে এ আয়োজনে যোগ দেয়ায় অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘গল্প পাঠ ও শোনার মধ্য শিশু ছাড়িয়ে যাবে তার কল্পনার জগতের সীমা। সে হয়ে উঠবে সৃজনশীল পূর্ণাঙ্গ মানুষ।’ ফুলকিতে প্রতি বুধবার বিকেল ৪.৩০ এ গল্পরাজ্যের গল্পের আসরে তিনি শিশুকিশোরদের আমন্ত্রণ জানান। এ আয়োজনের সমন্বয়ক ছিলেন ফুলকি উপাধ্যক্ষা ও গল্পরাজ্যের সমন্বয়কারী জিনাত ইসলাম।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এএসজি

ফুলকির আয়োজনে ভিন্ন এক গল্পের আসর