Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দামাল’ চলছে ২২ সিনেমা হলে

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৮ অক্টোবর ২০২২ ১৫:২২

শুক্রবার (২৮ অক্টোবর) মুক্তি পেয়েছে স্বাধীন বাংলা ফুটবল দলকে নিয়ে নির্মিত ‘দামাল’। রায়হান রাফি পরিচালিত সিনেমাটি সারাদেশের ২২টি সিনেমা হলে মুক্তি পেয়েছে।

যেসকল সিনেমা হলে ছবিটি চলছে:

স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), স্টার সিনেপ্লেক্স (সনি স্কয়ার), স্টার সিনেপ্লেক্স (সীমান্ত সম্ভার), স্টার সিনেপ্লেক্স (এস কে এস টাওয়ার), স্টার সিনেপ্লেক্স (সামরিক জাদুঘর), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), লায়ন সিনেমাস (জিঞ্জিরা), মধুমিতা সিনেমা (ঢাকা), শ্যামলী সিনেমা (ঢাকা), সেনা অডিটোরিয়াম (সাভার ক্যান্ট.), মনিহার সিনেমা (যশোর), গ্রান্ড সিলেট সিনেপ্লেক্স (সিলেট), মধুবন সিনেপ্লেক্স (বগুড়া), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), ছায়াবানী সিনেমা (ময়মনসিংহ), শাপলা সিনেমা (রংপুর), সুগন্ধ্যা সিনেমা (চট্টগ্রাম), শংখ সিনেমা (খুলনা), লিবার্টি সিনেমা (খুলনা), সিনেস্কোপ (নারায়নগঞ্জ), মম ইন (বগুড়া), রুটস সিনেক্লাব (সিরাজগঞ্জ)।

১৯৭১ সালের ৮ আগস্ট কলকাতার বিখ্যাত ফুটবল ক্লাব মোহনগঞ্জের সঙ্গে একটি ম্যাচ খেলে স্বাধীন বাংলা ফুটবল দল। সে গল্পের পাশাপাশি মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনাও উঠে আসবে ছবিতে। এতে স্বাধীন বাংলা ফুটবল দলের সঙ্গে এ প্রজন্মের খেলোয়াড়দেরও একটা মেলবন্ধন দেখানো হয়েছে। রাফি জানান, ময়মনসিংহের কলসিন্দুরের মেয়েদের ফুটবল দলের গল্প উঠে এসেছে তার ছবিতে।

দামাল’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, শরিফুল রাজ, সাঈদ বাবু, রাশেদ মামুন অপু, সুমিত, শাহনাজ সুমী, লাক্স তারকা অথৈ, সৈয়দ নাজমুস সাকিব, পূজা, বৃষ্টি প্রমুখ।

৯ মাসের গবেষণায় তৈরি হয়েছেন দামালের চিত্রনাট্য। যৌথভাবে লিখেছেন নাজিম উদ দৌলা ও রায়হান রাফি। গত ৮ আগস্ট চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে মুক্তির অনুমতি পায় ‘দামাল’। এটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম লি.।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

দামাল মিম রায়হান রাফি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর