Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলকাতায় প্রশিক্ষক মাহমুদ দিদার

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৫ অক্টোবর ২০২২ ১৭:১১

সম্প্রতি মুক্তি পেয়েছে সরকারি অনুদানে নির্মিত ‘বিউটি সার্কাস’। ছবিটির নির্মাতা মাহমুদ দিদার কলকাতায় চলচ্চিত্র বিষয়ক একটি কর্মশালা প্রশিক্ষক হিসেবে অংশ নিবেন।

মাহমুদ দিদার জানিয়েছেন, কলকাতার বিখ্যাত ফিউচার ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্ট এর ফিল্ম ক্লাব এস্ত্রেলা প্রোডাকশন এর সিনেমা নির্মাণ বিষয়ক কর্মশালায় প্রশিক্ষক হিসেবে অংশ নিচ্ছেন তিনি। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে এই কর্মশালা।

বিজ্ঞাপন

কলকাতার ইঞ্জিনিয়ারিং পড়ুয়া চলচ্চিত্র প্রেমিদের ক্লাব ‘এস্ত্রেলা প্রোডাকশন’। বাংলাদেশের সাথে এটি তাদের দ্বিতীয় কোলাবোরেশান।

কলকাতার এই ক্লাবটির সদস্য অরুনীত দত্ত জানান, ‘বিউটি সার্কাস’ সিনেমা ইতোমধ্যে বাংলাদেশ সহ দেশ বিদেশে সাড়া ফেলেছে। এই সাড়া আমাদের এপারে এসেও লেগেছে। মাহমুদ দিদারের মতো একজন নির্মাতাকে পেয়ে আমরা আপ্লুত, আশা করি তার কাছ থেকে পাওয়া পরামর্শ এবং নির্দেশনা আমাদের একজন ভালো নির্মাতা হয়ে উঠার পেছনে বড় ভূমিকা রাখবে।

সারাবাংলা/এজেডএস

প্রশিক্ষক মাহমুদ দিদার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর