Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাহেদীর কথায় গাইলেন কর্ণিয়া

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৪ অক্টোবর ২০২২ ১৫:১৫

নির্মাতা জুলফিকার জাহেদীর ‘কাগজ’ সিনেমার টাইলেট গানে কণ্ঠ দিলেন এ প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়া। ‘কাগজ’ শিরোনামের টাইটেল গানটি লিখেছেন নির্মাতা জাহেদী নিজেই। গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন কলকাতার অভিষেক ব্যানার্জি। সম্প্রতি গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

নতুন গান প্রসঙ্গে কর্ণিয়া বলেন, একেবারেই নতুন ঢঙের গান এটি। গানের কথাগুলো তাৎপর্যপূর্ণ। এ ধরনের গান আমার পছন্দ। গানটিতে আমাকে নতুনভাবে পাবেন দর্শক-শ্রোতারা। আশা করি, সবার ভালো লাগবে।

বিজ্ঞাপন

জুলফিকার জাহেদী বলেন, কর্ণিয়া বহুমুখী গানের জন্য উপযুক্ত। আমার গানে তারই প্রমাণ পেয়েছি। কাগজের থিম সংটি খুবই কঠিন একটা রক গান। গানটি সবাই গাইতে পারবে না। তবে কর্ণিয়া কঠিন গানটি সহজে কণ্ঠে তুলেছেন। তার থেকে প্রত্যাশার চেয়ে বেশি পেয়েছি। সামনে আমি তাকে নিয়ে রোমান্টিক গানের কথা ভাবছি।

থ্রিলার-অ্যাকশন-রোমান্টিকধর্মী গল্পের সিনেমাটিতে দ্বিতীয়বারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন মামনুন হাসান ইমন ও আইরিন সুলতানা।

সিনেমাটির বিশেষ চরিত্রে রয়েছেন মাইমুনা মম ও এলিনা শাম্মী। আরও আছেন শহীদুজ্জামান সেলিম, শশী আফরোজা, মুন, আশরাফ কবির, ফারহান খান রিও, যুবরাজ। গল্প, চিত্রনাট্য তৈরি এবং প্রযোজনা করছেন নির্মাতা নিজেই।

‘কাগজ’ সিনেমার কাজ শেষ হয়েছে অনেক আগেই। সম্প্রতি এটি সেন্সরে জমা পড়েছে। মুক্তির অনুমতি পেলেই শিগগিরই সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করা হবে বলে জানান নির্মাতা।

সারাবাংলা/এজেডএস

কর্ণিয়া কাগজ জাহেদী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর