Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলচ্চিত্র নির্মাণে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে সেমিনার

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৩ অক্টোবর ২০২২ ১৫:৪৪

আধুনিক ক্যামেরা, সম্পাদনা, লাইট, ডাবিং, কালার কারেকশন, ডিজিটাল সাউন্ড সিস্টেম, গ্রাফিক্স, স্পেশাল ইফেক্টসহ নানা ধরণের উন্নত প্রযুক্তির ব্যবহার হচ্ছে চলচ্চিত্রে। এই আধুনিক প্রযুক্তি নির্ভরতা নিয়ে ‘চলচ্চিত্র নির্মাণে আধুনিক প্রযুক্তির ব্যবহার: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে। রোববার (২৩ অক্টোবর) এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক জান্নাতুল ফেরদৌস নীলা। প্রবন্ধের উপর আলোচনা করেন চলচ্চিত্র শিক্ষক, চিত্রগ্রাহক ও পরিচালক পংকজ পালিত ও চলচ্চিত্র পরিচালক হাসিবুর রেজা কল্লোল। স্বাগত বক্তব্য প্রদান করে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক ড. মো. মোফাকখারুল ইকবাল। সেমিনারে সভাপতিত্ব করেন আর্কাইভের মহাপরিচালক মো. নিজামুল কবীর।

বিজ্ঞাপন

এছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন চলচ্চিত্র সম্পাদক ও পরিচালক ফজলে হক, পরিচালক হাবিবুল ইসলাম হাবিব, সাংবাদিক-অভিনেতা মীর নাসিমুল ইসলাম, চলচ্চিত্র গবেষক মীর সামছুল আলম বাবুসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট গবেষকগণ।

আগামী ২৫ ও ৩০ অক্টোবর ‘চলচ্চিত্র সংগীতে আজাদ রহমান’, ‘বাংলাদেশে নারী নির্মাতার চলচ্চিত্রে নারীর ক্ষমতায়ন’, ‘স্বাধীনতাত্তোর বাংলাদেশের চলচ্চিত্রে দেশাত্ববোধক গানের বৈশিষ্ট্য বিশ্লেষণ’ ও ১, ৩, ৭, ৯ নভেম্বর ‘হুমায়ুন আহমেদের চলচ্চিত্রের শিল্পরুপ’, ‘বাংলাদেশের চলচ্চিত্রে লোকউৎসব: নান্দনিক পরিসর ও তাত্ত্বিক পর্যালোচনা’, ‘সত্তর দশকে বাংলাদেশের চলচ্চিত্র: শিল্পরূপ ও সাংস্কৃতিক প্রভাব’ এবং ‘ওটিটি প্ল্যাটফর্মে বাংলাদেশি চলচ্চিত্র’ শীর্ষক সেমিনারগুলো অনুষ্ঠিত হবে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সেমিনার হলে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

চলচ্চিত্র নির্মাণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাংলাদেশ ফিল্ম আর্কাইভ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর