চলে গেলেন হ্যারি পটারের ‘হ্যাগ্রিড’ রবি কলট্রেন
১৫ অক্টোবর ২০২২ ১৬:২৯ | আপডেট: ১৫ অক্টোবর ২০২২ ১৬:৩১
চলে গেলেন হ্যারি পটার সিরিজের ‘হ্যাগ্রিড’ অভিনেতা রবি কলট্রেন। বয়স হয়েছিল ৭২ বছর। হ্যারি পটার সিরিজের প্রত্যেকটি ছবিতে হ্যাগ্রিডের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। দীর্ঘ অভিনয় জীবনে এই স্কটিশ অভিনেতা বহু চরিত্রে অভিনয় করেছেন, তবে ‘হ্যাগ্রিড’ চরিত্রে জনপ্রিয়তা পান তিনি।
রবি কলট্রেন কেরিয়ার শুরু করেন মঞ্চাভিনয় দিয়ে। দুটি জেমস বন্ড ছবিতেও কাজ করেছেন রবি। ১৯৫০ সালের ৩০শে মার্চ জন্মেছিলেন অভিনেতা। ক্যামেরার সামনে টেলিভিশন অভিনেতা হিসাবে আশির দশকের শেষে কাজ শুরু করেন রবি। ব্রিটিশ টেলিভিশন সিরিজ ‘ক্যাক্রার’ তাকে সর্বপ্রথম পরিচিতি দেয়। নব্বইয়ের দশকের মাঝামাঝি সম্প্রচারিত এই সিরিজের তিনটি সিজনে অভিনয়ের জন্য একটানা তিনবার BAFTA পুরস্কার জিতেছিলেন রবি কলট্রেন।
We are hugely saddened to hear of the passing of the magnificent Robbie Coltrane who played Hagrid with such kindness, heart and humour in the Harry Potter films. He was a wonderful actor, a friend to all and he will be deeply missed. pic.twitter.com/n1IshfFG6y
— Harry Potter (@harrypotter) October 14, 2022
হ্যারি পটার সিরিজের আটটি ছবিতেই হ্যাগ্রিডের ভূমিকা উজ্জ্বল। হ্যারিকে তিনি কখনও অভিভাবক হয়ে আবার কখনও বন্ধু হয়ে আগলে রেখেছেন। হ্যারি-রন-হারমাইনির সঙ্গে হ্যাগ্রিডের অসম বয়সী বন্ধুত্ব ‘পটারহেড’-দের বরাবর মন জিতে নিয়েছে। হ্যারি পটার অ্যান্ড দ্য ডেডলি হলোস পার্ট ২-এর যে দৃশ্যে হ্যাগ্রিড পটারের ‘মৃতদেহ’ বহন করে আনে, সেটি এই ফিল্ম সিরিজের অন্যতম চর্চিত দৃশ্য।
হ্যাগ্রিডকে হারিয়ে এদিন শোকস্তব্ধ হ্যারি। আনুষ্ঠানিক বিবৃতিতে অভিনেতা ড্যানিয়েল ব়্যাডক্লিফ বলেন, ‘আমার দেখা অন্যতম সেরা মানুষ এবং কমেডিয়ান। আমার অনেক স্মৃতি জড়িয়ে তার সঙ্গে, বিশেষত প্রিজনার অফ আজকাবান ছবির শ্যুটিং-এর সময় আমাদের সবার স্পিরিট উনিই ধরে রাখতেন। আমি সৌভাগ্যবান যে তার মতো একজন বড়োমাপের অভিনেতার সঙ্গে কাজ করবার সুযোগ পেয়েছি। তার মৃত্যু দুর্ভাগ্যজনক, অসাধারন অভিনেতা, তার চেয়েও অসাধারণ মানুষ ছিলেন উনি।’
সারাবাংলা/এএসজি