Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কমন জেন্ডারের চরিত্রে ফারজানা ছবি

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৪ অক্টোবর ২০২২ ১৬:২৯

সেরা উদ্যোক্তার পুরস্কার পেয়েছে আলো। পুরস্কার সে একা নিতে রাজি নয়। রাবেয়া বেগমের হাত ধরে মঞ্চে ওঠে। আলম থেকে তৃতীয় লিঙ্গের আলো হয়ে ওঠা মানুষটার পাশে দাঁড়ানোর জন্য রাবেয়া বেগমের কাছে কৃতজ্ঞ আলম ও আলো। কিন্তু রাবেয়া বেগম বলেন, আলম কিংবা আলো নয়, সত্যিকারের মানুষ হয়ে উঠতে চাওয়া একজন মানুষের কথা। আলোকে তিনি কমন জেন্ডারের মানুষ নয়, কমন মানুষ বলতে চান। কেননা সব মানুষের ভেতর কমন যেসব গুণাবলী থাকা দরকার, তা আছে আলোর ভেতর। তাই আলো কমন মানুষ।

বিজ্ঞাপন

আলম কিংবা আলো নামে ডাকার চেয়ে তার কাছে আদর্শ মানুষ হয়ে ওঠার গল্প শোনা খুব জরুরী সবার জন্য। কী সেই গল্প? জানতে হলে দেখতে হবে বাংলাদেশ টেলিভিশনের নাটক ‘কমন মানুষ’।

নাসরিন মুস্তফার রচনায় এটি প্রযোজনা করেছেন কামাল উদ্দিন আহম্মেদ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনিরা ইউসুফ মেমী, ফারজানা ছবি, মোমেনা চৌধুরী, দেওয়ান সাইফুল, রফিকউল্লাহ, তারেকুজ্জামান তপন, খন্দকার ইসমাইল, জিয়াউল হাসান কিসলু, গোলাম মোর্শেদসহ আরো অনেকে। প্রচারিত হবে শনিবার(১৫ অক্টোবর) রাত ৯টায় বিটিভিতে।

সারাবাংলা/এজেডএস

কমন মানুষ বিটিভি

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর