শাকিব নয়, আরিয়ানের প্রথম ছবির নায়ক সিয়াম
৬ অক্টোবর ২০২২ ১৭:১৪ | আপডেট: ৬ অক্টোবর ২০২২ ১৭:১৯
ঢালিউড সুপারস্টার শাকিব খানকে তার প্রযোজনা সংস্থা থেকে বেশ কয়েকটি ছবি নির্মাণের ঘোষণা দিয়েছেন। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি মোট সাতটি ছবির কথা বলেছেন। যেগুলো পরিচালনা করবেন ছয়জন পরিচালক। এর মধ্যে মিজানুর রহমান আরিয়ানও রয়েছেন। তবে জানা গেছে, তার প্রথম ছবির নায়ক সিয়াম আহমেদ, শাকিব দ্বিতীয় ছবির নায়ক হচ্ছেন।
শাকিব খানকে নিয়ে ছবি করবেন বলে জানালেও আরিয়ান বলেন, তাকে নিয়ে ছবিটি করার আগে আমি অন্য আরেকটি ছবি করবো। যেটি নিয়ে খুব শিগগিরই অফিসিয়ালি জানাবো। এর বেশি এখন কিছু বলতে চাইছি না।
‘আমেরিকা থেকে ফেরার পর শাকিব ভাই আমাকে ডেকে ছিলেন তার প্রযোজনা সংস্থা এসকে ফিল্মস থেকে ছবি করার জন্য। তার সঙ্গে বেশ কিছু গল্প নিয়ে কথা হয়েছে। কোনো কিছুই চূড়ান্ত নয়।’
প্রথমে যে ছবিটি করছেন তাতে কি শাকিব খান থাকছেন? প্রযোজনা সংস্থা কারা? ‘না, প্রথম ছবিটি শাকিব ভাইকে নিয়ে না। এটিতে অন্য কেউ থাকছেন’, — বলেন আরিয়ান।
পরিচালক না জানালেও সারাবাংলা বেশকিছু সূত্র থেকে নিশ্চিত হয়েছে ছবিটি প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড। এর নায়ক হিসেবে থাকছেন সিয়াম আহমেদ। তার সঙ্গে অফিসিয়ালি চুক্তি এখনও স্বাক্ষর না হলেও তিনি চূড়ান্ত। নায়িকা হিসেবে এখনও কাউকে চূড়ান্ত করা হয়নি।
এ ব্যাপারে আরিয়ান শুধু বলেন, ‘সবকিছুরই অফিসিয়াল ঘোষণা আসবে। তখন বিস্তারিত জানতে পারবেন।’
টিভি নাটকের এ জনপ্রিয় এ পরিচালকের বেশির ভাগ কাজই রোমান্টিক গল্পে। ‘ছবির গল্পটিকে পুরো প্রেমের গল্প বলা যাবে না। আবার থ্রিলারও বলা যাবে না। তবে এটিকে ইমোশনাল কনটেন্ট বলা যায়,’—বলেন আরিয়ান।
তিনি বলেন, আমাদের গল্পটি বেশ বড় আয়োজনের। যার কারণে সব আয়োজন শেষ করার আগে প্রযোজক আনুষ্ঠানিক ঘোষণায় যেতে চাচ্ছেন না। এখানে একটা নির্দিষ্ট সিজনের ব্যাপারও আছে।
ভালো ও পেশাদার প্রযোজক পেলে আরিয়ান প্রতি বছর ১ থেকে ২টি করে ছবি নির্মাণের ইচ্ছে রয়েছে বলে জানালেন আরিয়ান।
সারাবাংলা/এজেডএস