Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাতৃত্বের ছবি প্রকাশ্যে আনলেন বুবলি

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২২ ১৭:৫১ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২২ ১৮:১৫

২০২০ সালে কাজী হায়াত পরিচালিত ‘বীর’ ছবির শুটিংয়ের সময় থেকে বুবলির মা হওয়ার খবর নিয়ে কানাঘুষা শুরু হয়। এরপর করোনাকালীন লকডাউনের সময়ে আমেরিকা পাড়ি জমান। গুঞ্জন উঠে সেখানে তিনি তার সন্তানের জন্ম দেন। যে সন্তানের বাবা হিসেবে ইন্ডাস্ট্রির লোকজন শাকিব খানের নাম বলেন। যদিও আমেরিকা থেকে ফিরে বুবলি সরাসরি এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি। সারাবাংলার এ প্রতিবেদককে তখন বলেছিলেন, সময় হলে এ ব্যাপারে কথা বলবো।

বিজ্ঞাপন

বুবলির সে সময় মনে হয় এবার আসতে যাচ্ছে। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেইজে দুটি ছবি প্রকাশ করেছেন। যার মধ্যে একটি ছবিতে তার মাতৃত্বের স্পষ্ট প্রকাশ রয়েছে। ছবির ক্যাপশনে লিখেন, ‘আমি আমার জীবনের সঙ্গে। থ্রোব্যাক আমেরিকা।’

ক্যাপশন থেকে বোঝা যাচ্ছে ছবিগুলো ২০২০ সালের। আর তার কাপশন ও প্রকাশিত ছবিগুলো কিন্তু ওই সময় ইন্ডাস্ট্রিতে হওয়া গুঞ্জনে আবার হাওয়া দিচ্ছে। সবাই বলাবলি করছে, ওই সময়ে যা রটেছিল তা সত্যি।

এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য বুবলিকে এ প্রতিবেদক নানা মাধ্যমে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করে। কিন্তু তার দিক থেকে কোনো সাড়া মেলেনি।

তবে বুবলি সাড়া না দিলেও ছবিগুলোর নিচে অধিকাংশ মন্তব্যকারী বলছেন, এটি বুবলির মাতৃত্বের ছবি। ওই সময়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরগুলো তাহলে সত্যি ছিল।

আরেকটি ব্যাপার সবার নজরে এসেছে, সেটি হলো মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) শাকিব খান-অপু বিশ্বাসের সন্তান জয়ের জন্মদিন। সে দিনেই বুবলি ছবিটির প্রকাশ করেছেন। এটি শাকিব খানকে নিয়ে অপু-বুবলির মধ্যকার দ্বন্দ্বের বহিঃপ্রকাশ বলে অনেকে মনে করছেন। তবে যতদিন বুবলি নিজ থেকে মুখ না খুলছেন ততদিন বিষয়গুলো ধোঁয়াশা থেকে যাবে।

সারাবাংলা/এজেডএস

ছবি প্রকাশ্যে বুবলি মাতৃত্ব

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর