Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অপারেশন সুন্দরবন’ দেখে আইফোন জেতার সুযোগ

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২২ ২১:৩৯

দীপংকর দীপন পরিচালিত ‘অপারেশন সুন্দরবন’ মুক্তি পাচ্ছে আগামী ২৩ সেপ্টেম্বর। ছবিটি দেখে ২০ জন দর্শক আইফোন জেতার সুযোগ পাচ্ছেন। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ছবিটির প্রিমিয়ার শোয়ের আগের অনুষ্ঠানে এ ঘোষণা দেন ফরচুন গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান।

তিনি বলেন, , সিনেমা হলগুলোতে ড্রপবক্স থাকবে। যারা সিনেমা হলে গিয়ে ‘অপারেশন সুন্দরবন’ দেখবেন তারা টিকিটের পেছনে নাম ও মোবাইল নম্বর লিখে ড্রপবক্সে জমা দেবেন। ১ নভেম্বর সুন্দরবন দস্যুমুক্ত দিবস। ওইদিন লটারির মাধ্যমে ২০ জনকে আইফোন দেওয়া হবে।

বিজ্ঞাপন

প্রিমিয়ারে উপস্থিত ছিলেন দীপংকর দীপন, সিয়াম আহমেদ, রিয়াজ আহমেদ, নুসরাত ফারিয়া, মনির খান শিমুল, রোশান, মনোজ প্রামাণিক, আরমান পারভেজ মুরাদ, পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার এবং
র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে নুসরাত ফারিয়া বলেন, ‘অনেক দিন পর সিনেমাটি রিলিজ হচ্ছে। অন্য রকম একটা অনুভূতি কাজ করছে। আমি দর্শকদের একটা কথাই বলতে চাই, এই চলচ্চিত্র না দেখলে অনেক কিছু মিস করবেন। আমি আমার শতভাগ দিয়ে চেষ্টা করেছি ভালো করার, বাকিটা আপনাদের হাতে। সবাই প্রেক্ষাগৃহে আসুন।’

সিয়াম আহমেদ বলেন, আমরা প্রেক্ষাগৃহে দর্শকদের অপেক্ষায় থাকব। ২৩ সেপ্টেম্বর থেকে তারা সিনেমাটি দেখলে আমাদের কষ্টটা সার্থক হবে।’

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনকে দস্যুমুক্ত করতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) দুঃসাহসিক অভিযান ও সাফল্যগাথা নিয়ে নির্মিত হয়েছে ‘অপারেশন সুন্দরবন’। সিনেমাটির মাধ্যমে জানা যাবে, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) কীভাবে সুন্দরবনকে দস্যুমুক্ত করেছে; জেলেরা কীভাবে দস্যুদের কবলে পড়ে এবং সাধারণ মানুষ কীভাবে দস্যু হয়ে যায়।

বিজ্ঞাপন

র‍্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড কর্তৃক প্রযোজিত ‘অপারেশন সুন্দরবন’-এ প্রায় ১ হাজার ৩০০ জন কাজ করছেন। চার বছর ধরে এর পুরো কাজ হয়েছে সুন্দরবনে।

সারাবাংলা/এজেডএস

অপারেশন সুন্দরবন

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর