Saturday 18 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাতিরঝিলের ওয়াটার থিয়েটার খুলছে


১৬ ডিসেম্বর ২০১৭ ১৫:১৬

স্টাফ করেসপন্ডেন্ট

পানির ওপর স্তরে স্তরে সাজানো গ্যালারি। নিচে গোলাকার মঞ্চ। গ্রিক থিয়েটারের আদলে দর্শক গ্যালারি উঠে গেছে ক্রমেই ওপরে। রাজধানীর হাতিরঝিলে দৃষ্টিনন্দন এ স্থাপনার নাম ওয়াটার থিয়েটার।

চালু হওয়ার কথা ছিলো ২০১৬-তে। সময়মতো নির্মাণ কাজ শেষ না হওয়ায় প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয়েছিলো। অবশেষে উদ্বোধনের জন্য বেছে নেয়া হয়েছে মহান বিজয় দিবসকে। ১৬ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় চালু হচ্ছে বহুল আকাঙ্খিত ওয়াটার থিয়েটার। প্রায় আড়াই হাজার দর্শক একসঙ্গে বসে অনুষ্ঠান দেখতে পাবে এখানে।

ওয়াটার থিয়েটারের উদ্বোধনী দিনে গান গাইবে জনপ্রিয় ব্যান্ডদল এলআরবি ও চিরকুট।

সারাবাংলা/কেবিএন/পিএম

 

 

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর