Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুমীর সঙ্গে কণ্ঠ মেলালেন জয়া আহসান

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২২ ১৭:৪৬

চিরকুট ব্যান্ডের শারমিন সুলতানা সুমী ‘বিউটি সার্কাস’-এর জন্য গেয়েছেন ‘বয়ে যাও নক্ষত্র’। ছবিতে গানটির দৃশ্যায়নে অংশ নিয়েছেন জয়া আহসান। তবে এবার পর্দার বাইরে গানটিতে কণ্ঠ মিলিয়েছেন জয়া। ২৩ সেপ্টেম্বর ছবিটি মুক্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শনিবার (১৭ সেপ্টেম্বর) এমনটি ঘটেছে।

সুমী ছবিটি সম্পর্কে বলতে মঞ্চে উঠেন। তখন উপস্থাপকের অনুরোধে তিনি গানটি খালি গলায় গেয়ে শোনান। সে সময় তিনি জয়া আহসানকে অনুরোধ করেন তার সঙ্গে কণ্ঠ মেলাতে। আর অনুরোধ রাখেন জয়া। এরপর তাদের দুজনের সঙ্গে ফেরদৌস ও এবিএম সুমনও মঞ্চে উঠে কণ্ঠ মেলান।

বিজ্ঞাপন

গান গাওয়ার আগের বক্তব্যে সুমী বলেন, ‘আমি আজ একটা সংগ্রামের বিজয় দেখছি। তিন বছর আগে একটা গান করার আবদার নিয়ে দিদার আসে। এক রাতের মধ্যেই গানটা লিখে দিয়েছি। দিদার বলল গানটা আমরা নিচ্ছি। আর জয়া আপার নাম শুনে বিশেষ নজর দিয়েছি। কারণ জয়া আপা আমার ভীষণ প্রিয়। বিউটি সার্কাস টিমের জন্য শুভ কামনা রইল।’

মাহমুদ দিদার পরিচালিত ‘বিউটি সার্কাস’ সরকারি অনুদানে নির্মিত হয়েছে। এটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। ১৫টি সিনেমা হলে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সারাবাংলা/এজেডএস

জয়া আহসান বিউটি সার্কাস শারমিন সুলতানা সুমী