Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাহির মা হওয়ার খবরে পরী বললেন, ‘দল ভারী হল’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২২ ১৭:১৭ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২২ ১৭:১৮

ঢালিউড সুপারস্টার মাহিয়া মাহি মাত্রই তার মা হতে যাওয়ার খবর জানিয়েছেন। আর ইন্ডাস্ট্রির আরেক সুপারস্টার পরীমণি গেল মাসেই পুত্র সন্তান ‘রাজ্য’-এর মা হয়েছেন। মাহির মা হতে যাওয়ার খবরে তিনি বেশ উচ্ছ্বসিত।

সে উচ্ছ্বাসে মাহিকে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন পরীমণি। তিনি বলেছেন তার দল ভারী হয়ে গেছে।

উচ্ছ্বসিত পরী সে স্ট্যাটাসে লিখেছেন, ‘শুভকামনা মাহিয়া মাহি। দল ভারী হয়ে গেল আমাদের লালালা, বাজি ফাটাবো শুধু বাজিইইই…. অনেক দোয়া, অনেক ভালোবাসা।”

সোমবার (১২ সেপ্টেম্বর) রাতে মাহিয়া মাহি মা হওয়ার খবরটি নিজেই নিশ্চিত করেছেন।

মাহি সারাবাংলাকে বলেন, খবরটা শোনার পর আমি তো মোটামুটি লাফালাফি শুরু করে দিয়েছিলাম। কিন্তু বিষয়টা আমার জন্য নিষেধাজ্ঞা ছিল। বাসার এক পা নামা যাবে না- অনেক কুসংস্কার থাকে না? বলে যাবে না। ফেসবুকে এখন নিজের ছবি, জামাইয়ের ছবি- সবকিছু ছবির একটু কম দিবা। মানুষের নজর লাগবে। কতকিছু যে! আমি প্রকাশই করতে পারছিলাম না। আমার খুশিটা এমন যে- এই একটা স্ট্যাটাস দেওয়ার জন্য আমি সারাটা জীবন অপেক্ষা করেছি, আমার কাছে মনে হয়েছে।

গত বছরের ১৩ সে‌প্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিক রাকিব সরকারকে ভালোবেসে বিয়ে করেন মাহি।

সারাবাংলা/এজেডএস

পরীমণি মা হওয়া মাহিয়া মাহি

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর