শুক্রবার ঢাকায় আসছে সব সুপারহিরো
২৫ এপ্রিল ২০১৮ ১৪:৪৭ | আপডেট: ২৫ এপ্রিল ২০১৮ ১৬:৫৩
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
ঘনিয়ে আসছে মহা প্রলয়। পৃথিবী সঙ্কটাপন্ন। আসছে সর্বগ্রাসী থানোস। তার হাত থেকে পৃথিবী রক্ষা করতে এক হয়েছে বড় পর্দার তাবত সুপারহিরো।
থানোসকে রুখতে পরিকল্পনা সাজাচ্ছেন ক্যাপ্টেন আমেরিকা, আয়রনম্যান, হাল্ক, থর, ডক্টর স্ট্রেঞ্জ, স্পাইডার ম্যান, ব্ল্যাক উইডো, উইন্টার সোলজার, ব্ল্যাক প্যান্থার। তাদের সঙ্গে যুক্ত হয়েছে গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি বাহিনী।
আপাতত এতটুকুই জানা গেছে। পুরো ঘটনা জানা যাবে ২৭ এপ্রিল, শুক্রবার। আন্তর্জাতিকভাবে তো অবশ্যই বাংলাদেশের মানুষরাও জানতে পারবেন এই ঘটনা।
শুক্রবার রাজধানীর স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’। এই সিনেমাতেই পাওয়া যাবে মার্ভেল কমিকসের সব সুপারহিরোদের। এর আগে কোনো সিনেমায় একসঙ্গে এতো সুপারহিরোকে দেখা যায়নি।
‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ সর্বকালের সবচেয়ে বেশিবার দেখা ট্রেইলার। শুধু তাই নয়, ফ্যানড্যানগো জানিয়েছে, এরইমধ্যে অগ্রিম টিকিট বিক্রির পুরোনো সব রেকর্ড ভেঙে দিয়েছে ছবিটি, তাও মাত্র ছয় ঘণ্টায়। যৌথভাবে ছবিটি পরিচালনা করেছেন দুই ভাই জো রুশো ও অ্যান্থনি রুশো।
সারাবাংলা/পিএ