Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানবিক সম্পর্কের গল্পে জয়া ও মহসিনা

আহমেদ জামান শিমুল
৮ সেপ্টেম্বর ২০২২ ২১:২৩

সৈয়দ জামিলের ‘৪.৪৮ মন্ত্রাস’ নাটকে মহসিনা আক্তারের অভিনয়শৈলী দেখে মুগ্ধ হননি এমন দর্শক খুঁজে পাওয়া দুষ্কর। মঞ্চের এ গুণী শিল্পী অভিনয় করেছেন দেশের চলচ্চিত্রের ব্র্যান্ড অভিনেত্রী জয়া আহসানের সঙ্গে। ‘হাসিনা: অ্যা টলার টেল’খ্যাত নির্মাতা পিপলু আর খানের প্রথম পূর্ণদৈর্ঘ্য ‘জয়া আর শারমিন’-এ তাদের দুজনকে একসঙ্গে দেখা যাবে।

ছবিতে জয়া আহসান অভিনয় করেছেন ‘জয়া’ এবং মহসিনা আক্তার করেছেন ‘শারমিন’ চরিত্র। পরিচালকের ভাষ্যে, ছবিটি হতে যাচ্ছে দুইজন মানুষের মধ্যকার মানবিক সম্পর্কের গল্প।

বিজ্ঞাপন

‘কোভিডের শুরুতে আমাদের মাথায় গল্পটি আসে। তখন আমি আমার সহ-লেখকের সঙ্গে এটি শেয়ার করি। প্রথমে আমরা চেয়েছিলাম একটি স্বল্পদৈর্ঘ্য নির্মাণ করতে। কিন্তু জয়া আহসানের সঙ্গে যখন গল্প শেয়ার করলাম, তখন তার পরামর্শে গল্পের অনেক ডালপালা বের হলো’,—বলেন পিপলু আর খান।

ছবির নামের এক অংশে জয়া শব্দটি আছে, এতে অভিনয় করেছেন জয়া আহসান— বিষয়টি কাকতালীয় নাকি তাকে ভেবেই গল্পটি লেখা? পিপলু বলেন, ‘এটা কাকতালীয় না। আমরা জয়া ও মহসিনাকে ভেবেই ছবিটির গল্প লিখেছি। আমাদের ছবির গল্প কিন্তু দুজন নারীকে নিয়ে। ছবিতে মোট অভিনয়শিল্পী তিনজন। সবমিলিয়ে গল্প লেখার সময় থেকেই আমাদের মনে হয়েছে তারা ছাড়া চরিত্রগুলো এত সুন্দর করে কেউ করতে পারবে না।’

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) প্রকাশিত হয়েছে ছবির প্রথম পোস্টার। যেখানে জবা ফুলের মাঝে শুধু ছবির নামের টাইটোগ্রাফি।

পোস্টার শেয়ার করে জয়া ছবিটি সম্পর্কে লিখেছেন, ‘দুজন নারীর অচেনা ভুবনের ছবি। আমাদের অন্তর্জগতের ঘাত, প্রতিঘাত আর অনুক্ত,অব্যক্ত অনুভূতির ডকুমেন্টেশন। একটা অদ্ভুত সময়ে, অসাধারন অভিজ্ঞতায় শ্যুট করা ছোট্ট একটা ছবি; কিন্তু আশা আছে এটি আপনাদের অনুভূতিকে নাড়া দিবে।’

বিজ্ঞাপন

ছবিটির প্রযোজক হিসেবে আছেন পিপলু আর খান, জয়া আহসান ও আবু শাহেদ ইমন। এর কাহিনি লিখেছেন পিপলু আর খান ও নুসরাত ইসলাম মাটি। পরিচালক জানালেন, আগামী বছরের জানুয়ারিতে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে তাদের।

সারাবাংলা/এজেডএস

জয়া আর শারমিন জয়া আহসান মহসিনা আক্তার

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর