Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিল্পকলায় বাতিঘরের আলোচিত নাটক ‘মাংকি ট্রায়াল’

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৮ সেপ্টেম্বর ২০২২ ১৭:০৫ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২২ ১৭:১৫

বাংলাদেশের আলোচিত নাট্যদল ‘বাতিঘর’-এর সাম্প্রতিক প্রযোজনা ‘মাংকি ট্রায়াল’। জেরম লরেন্স ও রবার্ট এডউইন লি-এর মূল গল্প অবলম্বনে মঞ্চরূপ ও নির্দেশনা দিয়েছেন মুক্তনীল। গত ৩১ ডিসেম্বর উদ্বোধনী প্রদর্শনী পর ঢাকার মঞ্চে ব্যাপক আলোচনায় এসেছে এই নাটকটি। তাদের ১৫তম এই প্রযোজনার ৮ম প্রদর্শনী হতে যাচ্ছে ১৩ সেপ্টেম্বর (মঙ্গলবার), সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে।

বিজ্ঞাপন

 

‘মাংকি ট্রায়াল’-এর গল্পটি ১৯২৫ সালে আমেরিকার বহুল আলোচিত মামলা ‘স্কোপস্ মাংকি ট্রায়াল’-এর সত্য ঘটনার অবলম্বনে নির্মিত। ১৯২৫ সালে আমেরিকার হিলসবোরো শহরের পাবলিক স্কুল শিক্ষক বার্ট্রাম কেইটস-এর উপর বাটলার আইন লঙ্ঘন করার দায়ে মামলা হয়। বাটলার আইন এমন এক রাষ্ট্রীয় আইন যা পাবলিক স্কুলের শিক্ষকদের স্কুলের ক্লাসে সৃষ্টিবাদের পরিবর্তে বিবর্তনবাদ শেখানো নিষিদ্ধ করে। লেখক, সাংবাদিক ও সমালোচক ই. কে. হর্নবেকের রিপোর্টিং এর মাধ্যমে এই মামলাটি মিডিয়াতে তীব্রভাবে আলোচিত হয় ও পুরো দেশের মনোযোগ আকর্ষণ করে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে ম্যাথিউ হ্যারিসন ব্রাডি এবং আসামীপক্ষের আইনজীবী হিসেবে হেনরি ড্রামন্ড আসেন মামলাটি লড়তে। বিবিধ ঘটনার উত্থান-পতনের মধ্য দিয়ে মামলাটি এক যুগান্তকারী সিদ্ধান্তে পৌছায়, যা আদতে আমেরিকার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সুচনা করে।

‘মাংকি ট্রায়াল’ নাটকটিতে অভিনয় করেছেন সঞ্জয় সরকার মুক্তনীল, খালিদ হাসান রুমি, সঞ্জয় গোস্বামী, সাদ্দাম রহমান, মৃধা অয়োমী, তারানা তাবাসসুম চেরী, স্বরণ বিশ্বাস, সঞ্জয় হালদার, জর্জ দীপ্ত, রুম্মান শারু, ইয়াসির আরাফাত, ফয়সাল মাহমুদ, রাজু আহমেদ, আহসান, উম্মে হাবিবা, শৈবাল, নাদিয়া জান্নাত, তাস্বিন, জুবি সহ বাতিঘরের নাট্যকর্মীরা। আলোক পরিকল্পনায় তানজিল আহমেদ, মঞ্চ পরিকল্পনায় রহমান মুফিজ, মঞ্চ ব্যবস্থাপনায় ফয়সাল মাহমুদ, সংগীতে সাদ্দাম রহমান ও মুহাইমিন অঞ্জন, কোরিওগ্রাফিতে শিশির সরকার ও মৃধা অয়োমী, পোশাক পরিকল্পনায় শাহানা জয় ও রুম্মান শারু, পোস্টার- আল মামুন খোকন, প্রযোজনা অধিকর্তা- শাহানা জয় এবং সৃজনশীল নির্দেশনায় খালিদ হাসান রুমি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএসজি

শিল্পকলায় বাতিঘরের আলোচিত নাটক ‘মাংকি ট্রায়াল’

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর