Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লোপামুদ্রার ‘মাঝি’ দেবা

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৭ সেপ্টেম্বর ২০২২ ২১:২২ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২২ ২১:২৬

ওপার বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী লোপামুদ্রা মিত্রের সাথে দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন চট্টগ্রামের জনপ্রিয় কণ্ঠশিল্পী দেবা। ‘মাঝি’ শিরোনামে গানটির কথা এবং সুর করেছেন দেবা নিজেই। শুক্রবার (০৯ সেপ্টেম্বর) লোপামুদ্রা মিত্রের ফেইসবুক পেইজ ‘Lopamudra Mitra’ এবং দেবা’র ফেসবুক পেইজ ‘Devadi Dev’ ও ইউটিউব চ্যানেল ‘Deva SONGSTER’-এ গানটি রিলিজ হবে। গানটির সঙ্গীত আয়োজনে ছিলেন পার্থ পাল (কলকাতা) এবং মিক্সিং ও মাস্টারিং করেন গৌতম বসু (কলকাতা)।

বিজ্ঞাপন

গানটি প্রসঙ্গে শিল্পী দেবা জানালেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ক্যাম্পাসের সাংস্কৃতিক সংগঠন অঙ্গন-এর সাথে যুক্ত থাকাকালীন সময়ে গানটি লিখেছিলেন তিনি। উল্লেখ্য, দেবা বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত কণ্ঠশিল্পী। সংগীতচর্চার পাশাপাশি তিনি গান লিখেন ও সুর করেন।

সারাবাংলা/আরডি/এএসজি

লোপামুদ্রার ‘মাঝি’ দেবা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর