Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জসীমউদ্দীনের ‘সোজন বাদিয়ার ঘাট’ এবার চলচ্চিত্রে

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২২ ১৫:৩৪

খ্যাতিমান নির্মাতা তানভীর মোকাম্মেল পরিচালিত সবশেষ ছবি ছিল ‘রূপসা নদীর বাঁকে’। সে ছবিটির পর তিনি এবার তার নতুন ছবির নাম ঘোষণা করলেন। পল্লীকবি জসীমউদ্দীনের বিখ্যাত কাব্যগ্রন্থ ‘সোজন বাদিয়ার ঘাট’ অবলম্বনে ছবিটি নির্মাণ করবেন। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি খবরটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুই ঘণ্টার হবে ছবিটি। বর্তমানে ছবিটির অভিনেতা-অভিনেত্রী ও লোকেশন নির্বাচনের কাজ চলছে বলে জানালেন।

বিজ্ঞাপন

‘সোজন বাদিয়ার ঘাট’ চলচ্চিত্রটি পরিচালনার পাশাপাশি এর চিত্রনাট্যও রচনা করেছেন তানভীর মোকাম্মেল। চিত্রগ্রহণে আছেন রাকিবুল হাসান। প্রধান সহকারী পরিচালক ও শিল্পনির্দেশকের দায়িত্ব পালন করবেন উত্তম গুহ। ছবিটি সম্পাদনা করবেন মহাদেব শী ও আবহসঙ্গীত পরিচালনা করবেন সৈয়দ সাবাব আলী আরজু।

ছবিটির কাস্টিং ডিরেক্টর ও পোষাকের দায়িত্ব পালন করবেন চিত্রলেখা গুহ। ছবিটির সহকারী পরিচালকেরা হচ্ছেন সৈয়দ সাবাব আলী আরজু, সগীর মোস্তফা ও রানা মাসুদ।

কিনো-আই ফিল্মসের ব্যানারে ‘সোজন বাদিয়ার ঘাট’ নির্মিত হচ্ছে। সহপ্রযোজনা করবেন হাসনা জসীমউদ্দীন মওদুদ।

সারাবাংলা/এজেডএস

জসীমউদ্দীন তানভীর মোকাম্মেল সোজন বাদিয়ার ঘাট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর