Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবমুক্ত হলো অবন্তী সিঁথির ‘প্রলয়’

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৩ সেপ্টেম্বর ২০২২ ১৬:৪০

দেশের জনপ্রিয় সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান ‘প্রোটিউন’ থেকে অবমুক্ত হলো অবন্তী সিঁথির ‘প্রলয়’। প্রসেনজিৎ ওঝার কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন শোভন রায়।

এ গান সম্পর্কে প্রসেনজিৎ ওঝা জানালেন, ‘অবন্তী সিঁথি এখন খুব ভালো গান করছে, তাই তাকে নিয়ে গানটি করলাম। গানটি ভালো লাগলে আমাদের সৃষ্টিগুলো শান্তি পাবে। আমাদের প্রত্যাশা এই গানটি সবার ভালো লাগবে এবং গ্রহণ যোগ্যতাও পাবে।’

‘প্রলয়’ গানটির মিউজিক ভিডিওটাও নির্মাণ করেছেন প্রোটিউন টিম। ভিডিওতে আছে আলভী মামুন, ফাইরোজ ও মাটি। প্রোটিউনের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘ষ্টুডিও প্রোটিউনবিডি’তে গানটির ভিডিও অবমুক্ত করা হয়েছে।

সারাবাংলা/এএসজি

অবমুক্ত হলো অবন্তী সিঁথির ‘প্রলয়’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর