Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেয়ের ছবি প্রকাশ করলেন নওশীন

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৩০ আগস্ট ২০২২ ১৭:০৬

জনপ্রিয় অভিনয়শিল্পী দম্পতি নওশীন-হিল্লোলের ঘর আলো করে কন্যা সন্তান এসেছে গেল ১৩ জুলাই। এরপর তারা দুজনেই সন্তানকে কোলে নিয়ে বহু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিলেও তাতে তার মুখ দেখা যায়নি। তবে জন্মের প্রায় দেড় মাস পর কন্যা সন্তানের ছবি প্রকাশ্যে আনলেন এ দম্পতি।

মেয়ের নাম রেখেছেন মাহভীশা আদনান সৈয়দা। মাহভীশার ছবি শেয়ার করে নওশীন লিখেছেন, ‘আমাদের নতুন লিল, আমার মাহভীশা।’ অভিনেতা হিল্লোলের ফেসবুকের পোস্টে দেখা গেল, মেয়ে মাহভীশা আদনান সৈয়দাকে কোলে নিয়ে একটি ছবি প্রকাশ করেছেন হিল্লোল। তাদের কন্যাকে দেখে খুশি ভক্তরা।

বিজ্ঞাপন

উল্লেখ্য, টিভি পর্দার জনপ্রিয় দুই মুখ নওশীন ও হিল্লোল। অভিনয়ে তারা দু’জনেই সাফল্য পেয়েছেন। তবে অনেকদিন ধরে এই ভুবনে তাদের পদচারণা নেই। দুজন স্থায়ীভাবে বসবাস করছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। নওশীন নিউইয়র্কের একটি মেডিকেল সেন্টারে চাকরি করছেন। অন্যদিকে হিল্লোল ব্যস্ত আছেন ফুড ভ্লগিং নিয়ে।

সারাবাংলা/এজেডএস

ছবি নওশীন প্রকাশ্যে মেয়ে

বিজ্ঞাপন

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর