Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চঞ্চল চৌধুরী এবার ডিজনি+হটস্টারে

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৯ আগস্ট ২০২২ ১৫:১৯ | আপডেট: ২৯ আগস্ট ২০২২ ২২:২৯

একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। দুর্দান্ত অভিনয় করা এ শিল্পী গেল কয়েক মাস দর্শকদের ‘হাওয়া’, ‘কারাগার’ দিয়ে মাতিয়ে রেখেছেন। ইতোমধ্যে তাকে ভারতীয় নির্মাতারা আলোচনা শুরু করেছেন। সে আলোচনায় এবার ঘি ঢাললেন ওটিটি প্ল্যাটফর্ম ‘ডিজনি+হটস্টার’-এর চিফ ওপারেশন অফিসার হুজেফা কাপাডিয়া।

হুজেফা তার ফেসবুক আইডিতে চঞ্চলের ভূয়সী প্রশংসা করেন এবগ একই সঙ্গে লেখেন খুব শিগগিরই তার সঙ্গে কাস্টিং টেবিলে দেখা যাবে। অর্থাৎ তাকে নতুন কিছু নির্মাণের চিন্তা করছে তারা। আবার তাকে ধন্যবাদ জানিয়ে সে পোস্ট শেয়ার করেছেন চঞ্চল।

বিজ্ঞাপন

নিজের পোস্টে হুজেফা লিখেন, ‘চঞ্চল ভাই একজন সত্যিকারের শিল্পী। আপনার স্রষ্টা প্রদত্ত অভিনয় দক্ষতা, অসাধারণ অভিব্যক্তি দিয়ে যে কাউকে মুগ্ধ করতে পারেন। আপনাকে স্যালুট আরেক মায়ের পেটের ভাই আমার।’

‘মাত্রই আপনার অভিনীত সিরিজটি (কারাগার) দেখে শেষ করলাম। অধীর আগ্রহে অপেক্ষা করছি এর দ্বিতীয় পার্টের জন্য। আমার টিমের সহায়তায় তৈরি করা একটা ছোট ক্লিপ শেয়ার করছি। এটি নতুন করে সম্পাদনা ও রং বিন্যাস করা। আমার বিশ্বাস আপনি তা পছন্দ করবেন। যদি সিনেমাটোগ্রাফার আপনার চোখ ও হাতের অভিব্যক্তি নিয়ে খেলতে পারেন তাহলে ব্যাপারটা অনেক বেশি আকর্ষণীয় হবে। দয়া করে কিছু মনে করবেন না। এমন র একটা গল্প পরিচালনার জন্য নির্বাচন করায় আমার শ্রদ্ধা জানাবেন পরিচালকে।’

তিনি সবশেষ লিখেন, ‘খুব শিগগিরই আশা করি আমাদের দেখা হবে কাস্টিং টেবিলে এবং আমরা বড় কিছুর পরিকল্পনা করব।’

সারাবাংলা/এজেডএস

কারাগার চঞ্চল চৌধুরী ডিজনি+হটস্টার