Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাকিব বললেন, ‘সুখবর দিবো’

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২২ ১৬:০৮

নয় মাস আমেরিকায় থাকার পর দেশে ফিরেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তার এবারের দেশে ফেরা নিয়ে ভক্ত, অনুরাগীদের মধ্যে আলাদা উন্মাদনা ছিলো। তাই তার পরিকল্পনা জানাতে চাওয়া হয় গণমাধ্যমের তরফ থেকে। তিনি সুখবর দিবেন বলে জানালেন।

শাকিব বলেন, বহুদিন পরে দেশে ফিরে খুব ভালো লাগছে। আপনাদের জানাতে চাই আমি অনেক ভালো খবর নিয়ে এসেছি। খুব শিগগিরই সুখবর দিবো।

বাংলাদেশ সময় দুপুর ১২টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। তারপর ১টা ৩০ মিনিটে বিমান বন্দর থেকে বাইরে বের হতে থাকেন। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন। ‘খুব মিস করেছি দেশকে। ভালোবাসার টানে তাই ফিরে আসলাম।’ তবে খুব বেশি একটা কথা বলতে পারেন নি। তাই নিজের গাড়িতে উঠে যান।

এর আগে জানা যায়, নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে স্থানীয় সময় ১৫ আগস্ট রাতে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে উড়াল দেন শাকিব খান।

সারাবাংলা/এজেডএস

দেশে ফেরা শাকিব খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর