Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জায়েদ খানের অভিযোগে প্রযোজক সমিতির নির্বাচন স্থগিত

আহমেদ জামান শিমুল
১৭ আগস্ট ২০২২ ১৫:৩৪ | আপডেট: ১৭ আগস্ট ২০২২ ১৫:৫৩

২০ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির নির্বাচন। কিন্তু চিত্রনায়ক জায়েদ খানের অভিযোগের ভিত্তিতে নির্বাচনটি স্থগিত করা হয়েছে। সারাবাংলাকে খবরটি নিশ্চিত করেছেন প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু।

তিনি বলেন, জায়েদ খান আমাদের বিপক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ে অভিযোগ করেছেন। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাফিজউদ্দিনের কাছে জায়েদ দুটি অভিযোগ করেছেন। এগুলো হলো হাইকোর্টের রায়ে যাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং প্রার্থীতা বাতিল করেছে তাদের আবার ভোটার করতে হবে। আর আমরা যারা প্রার্থী হয়েছি তা যেন বাতিল করা হয়েছে।

বিজ্ঞাপন

খসরু জানান, মন্ত্রণালয় থেকে তাদেরকে মৌখিকভাবে জানানো হয়েছে। এখনও লিখিত কোনো আদেশ পাননি তারা।

এ ব্যাপারে বেশ কয়েকবার জায়েদ খানকে কল করা হলেও তিনি কল ধরেননি।

এর আগে গত ২১ মে চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ভোটার তালিকা নিয়ে হাইকোর্টে করা এক রিট পিটিশনের কারণে নির্বাচন স্থগিত হয়ে যায়। অবশেষে বাণিজ্য মন্ত্রণালয়ে সংগঠনটির নির্বাচনের তারিখ ও তফসিল ঘোষণা করে গেল জুন মাসে। একই সঙ্গে নতুন তালিকায় ২১ মের নির্বাচনের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী সেলিম খান ও ডিপজলের প্রার্থীতা বাতিল করা হয়।

বাংলাদেশে চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির নির্বাচন নিয়ে মামলা-মোকাদ্দমার কারণে ২০১২ পর থেকে প্রশাসক দিয়ে চলছিলো। এরপর ২০১৯ সালের ২৭ জুলাই নির্বাচিত কমিটি আসে। খোরশেদ আলম খসরু ও সামসুল আলমের নেতৃত্বে কমিটি বেশকিছু উদ্যোগও নেয়। কিন্তু হুট করে ২০২০ সালের ১৬ নভেম্বর জায়েদ খানের আবেদনের প্রেক্ষিতে বাতিল হয় কমিটি। আদালতে গিয়েও লাভ হয়নি। বসে প্রশাসক।

বিজ্ঞাপন

আরও পড়ুন:

জায়েদ খানের আবেদনে বাতিল প্রযোজক সমিতির কমিটি

প্রযোজক সমিতির নির্বাচন ২০ আগস্ট, বাতিল সেলিম-ডিপজলের প্রার্থীতা

সারাবাংলা/এজেডএস

টপ নিউজ নির্বাচন স্থগিত বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর