Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুলতানপুরের বাবাজানের গল্প

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২২ ২২:৪৯

দেশের সীমান্তবর্তী একটি এলাকা সুলতানপুর। যেখানে জলের উপরে ভাসে পদ্ম, আর নিচে পঁচা গলা লাশ। এমনই প্রত্যন্ত এলাকার মাফিয়াদের নিয়ে সৈকত নাসির নির্মাণ করেছেন ‘বর্ডার’। মঙ্গলবার (১৬ আগস্ট) সন্ধ্যায় প্রকাশিত ছবিটির ৪৫ সেকেন্ডের টিজার। সেখানে উঠে এসেছেন সন্ত্রাসের জনপদের টুকরো চিত্র।

টিজারে দেখানো হয়েছে একজন দয়াল বাবাকে। যার ইশারায় এলাকায় সব কিছু হয়। তার দরবারে কেউ আসে বিপদ থেকে উদ্ধার হতে। কেউ বা আসে ফাঁদের পড়ে। কিন্তু এ দয়াল বাবা এক রহস্য ঘেরা পুরুষ। যাকে সবাই ডাকে বাবাজান। এ চরিত্রে অভিনয় করেছেন আশীষ খন্দকার। আরও আছেন সুমন ফারুক, সাঞ্জু জন, অধরা খান, রাশেদ মামুন অপু, মৌমিতা মৌ, শাহিন মৃধা।

বিজ্ঞাপন

বর্ডার হলো দুই দেশের সীমানা। এই সীমানা দিয়ে বৈধভাবে পার হয় মানুষ, গরুসহ নানা দ্রব্য। তেমনি আবার হয় মাদকসহ নানান দ্রব্যাদির চোরাচালান। এই চোরাচালানকে ঘিরে গড়ে ওঠে বেশ কিছু গ্যাং। আবার তাদের মাঝে ঘটে নানা ঘাত, প্রতিঘাত, সংঘাত। সেসব কাহিনি নিয়ে নির্মিত হয়েছে ‘বর্ডার’। এর কাহিনি লিখেছেন আসাদ জামান।

ছবিটি প্রযোজনা করেছেন ম্যাক্সিমাম এন্টারটেইনমেন্ট। মুক্তি পাবে আগামী ৯ সেপ্টেম্বর।

সারাবাংলা/এজেডএস

টিজার বর্ডার সৈকত নাসির

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর