Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জলবায়ু সচেতনায় ‘নদীরক্স’ প্রজেক্টের জন্য পুরস্কৃত সুমী

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২২ ১৭:০৪

জলবায়ু, নদী, তারুণ্য আর সংগীতের শক্তিকে এক করে ‘নদী রক্স’ নামে একটি প্রজেক্ট করেছিলেন ‘চিরকুট’ ব্যান্ডের গায়িকা শারমীন সুলতানা সুমী। ‘সল্ট ক্রিয়েটিভস’-এর ব্যানারে কাজটি করেন তিনি। সংগীতশিল্পী হিসেবে পরিচিত হলেও প্রায় দেড় দশক ধরে দেশের বিজ্ঞাপন শিল্পের পেছনের মানুষ হিসেবে কাজ করছেন তিনি। এবার তার সময়োপযোগী ও আলোচিত ‘নদীরক্স’ প্রজেক্টটি এবার ‘সোশাল’ এবং ‘নেটিভ’ দুই ক্যাটাগরিতে ‘বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম অ্যাওয়ার্ড’ জিতে নিলো।

বিজ্ঞাপন

শনিবার (১৩ আগস্ট) রাতে রাজধানীর একটি পাঁচতারা হোটেলে এক আড়ম্বর আয়োজনের মাধ্যমে বিজ্ঞাপনী সংস্থা ‘সল্ট ক্রিয়েটিভস’-টিমের হাতে এই পুরস্কার দুটি তুলে দেওয়া হয়।

সল্ট ক্রিয়েটিভস এর সিইও ও ক্রিয়েটিভ ডিরেক্টর শারমীন সুলতানা সুমী এমন প্রাপ্তিতে বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, “জলবায়ুর এই বৈশ্বিক দুর্যোগে নদীমাতৃক বাংলাদেশের সন্তান হিসেবে মৃতপ্রায় নদীগুলোর প্রতি যত্নবান হতে গানে গানে তারুণ্যকে সঙ্গে নিয়ে আমাদের বিশেষ পথচলা ‘নদীরক্স’। আজকের এই বিচ্ছিন্নতার সময়ে তারুণ্যকে নদী আর প্রকৃতিমুখী করা, ভালোবাসায় উদ্বুদ্ধ করা, যত্নবান করাই আমাদের লক্ষ্য। কারণ তারাই আমাদের আগামী।”

তিনি আরও বলেন, “নদীরক্স’- জলবায়ু বাঁচাতে চল নদীর কাছে যাই-এই স্লোগানে আমাদের সমবেত প্রচেষ্টার এই অর্জন আমরা আমাদের আজকের দারুণ উদ্যমী তারুণ্যের নামে উৎসর্গ করলাম।

এই ধরনের একটি সময়োপোযোগী সামাজিক উদ্যোগকে বিশেষ স্বীকৃতি দেয়ায় ব্র্যান্ড ফোরাম এবং জুরিদের প্রতিও কৃতজ্ঞতা জানান সুমি।

উল্লেখ্য, প্রথমবারের মতো নদী নিয়ে ‘নদীরক্স’ সিজন ওয়ানে দেশের গুরুত্বপূর্ণ ৭টি নদীর নামে গান করেছে দেশের জনপ্রিয় ৭ ব্যান্ড। গানগুলো নদীরক্সের ইউটিউব এবং ফেসবুক পেজে শোনা যাচ্ছে। এছাড়া আইসিটি মন্ত্রণালয়ের সৌজন্যে ‘নদীরক্স’ অ্যাপেও পাওয়া যাচ্ছে। সল্ট ক্রিয়েটিভসের এই উদ্যোগের সহযোগিতা করছে বাংলাদেশে অবস্থিত সুইজারল্যান্ড দূতাবাস এবং ‘মানুষের জন্য ফাউন্ডেশন’।

সারাবাংলা/এজেডএস

নদী রক্স শারমীন সুলতানা সুমী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর