Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তৃতীয় সপ্তাহে ৪৮টি সিনেমা হলে ‘হাওয়া’

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২২ ১৪:৩৪

২৯ জুলাই ২৩টি সিনেমা হলে মুক্তি পেয়েছিলো মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’। দ্বিতীয় সপ্তাহে ছবিটি চলেছে ৪১টি সিনেমা হলে। এ সপ্তাহে চলবে ৪৮টি সিনেমা হলে।

মেজবাউর রহমান সুমনের কাহিনি এবং সংলাপে ‘হাওয়া’-র চিত্রনাট্য লিখেছেন মেজবাউর রহমান সুমন, সুকর্ন সাহেদ ধীমান এবং জাহিন ফারুক আমিন। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরীফুল ইসলাম রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান এবং বাবলু বোস। চিত্রগ্রহণ করেছেন কামরুল হাসান খসরু, সম্পাদনা সজল অলক, আবহ সঙ্গীত রাশিদ শরীফ শোয়েব এবং গানের সঙ্গীতায়োজন করেছেন ইমন চৌধুরী।

বিজ্ঞাপন

হাওয়া’ নির্মাণ করেছে ফেইসকার্ড প্রোডাকশন এবং প্রযোজনা করেছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড।

যে সকল হলে ছবিটি চলবে:

ঢাকার মধ্যে: স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), স্টার সিনেপ্লেক্স (সীমান্ত সম্ভার, ধানমন্ডি), স্টার সিনেপ্লেক্স (বঙ্গবন্ধু সামরিক জাদুঘর, বিজয় সরণি), স্টার সিনেপ্লেক্স (এসকেএস টাওয়ার, মহাখালী), স্টার সিনেপ্লেক্স (সনি স্কয়ার, মিরপুর), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), শ্যামলী সিনেমা (শ্যামলী), মধুমিতা (মতিঝিল), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), চিত্রামহল (বংশাল), সেনা সিনেমা (ঢাকা ক্যান্টনমেন্ট), আনন্দ (ফার্মগেট), গীত (জুরাইন রোড)।

ঢাকার বাইরে: সেনা অডিটোরিয়াম (সাভার), চন্দ্রিমা (শ্রীপুর), উল্কা (গাজীপুর), ছন্দা (হাসনাবাদ), ভাই ভাই (সখিপুর), আলো ছায়া (শরীয়তপুর), সিনেস্কোপ (বঙ্গবন্ধু সড়ক, নারায়ণগঞ্জ), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), চাঁদমহল (কাঁচপুর), পান্না (মুক্তারপুর, মুন্সীগঞ্জ), নবীন (মানিকগঞ্জ), বনলতা (ফরিদপুর), চিত্রবাণী (গোপালগঞ্জ), ছায়াবাণী (ময়মনসিংহ), সত্যবতী (শেরপুর), আনন্দ (কুলিয়ারচর, কিশোরগঞ্জ), অন্তরা (মেলান্দহ বাজার), ঝংকার (বকশীগঞ্জ), সিলার স্ক্রীণ (ফিনলে স্কয়ার, চট্টগ্রাম), সুগন্ধা (কাজীর দেউড়ি), ছন্দ (পটিয়া), শঙ্খ সিনেমা (খুলনা), লিবার্টি সিনেপ্লেক্স (খুলনা), ময়ূরী (বাগাচড়া), মনিহার (যশোর), রাজমহল (চাঁপাইনবাবগঞ্জ), পূর্বাশা (সান্তাহার), রুপকথা (পাবনা), মৌচাক (ভাঙ্গুরা), মধুবন সিনেপ্লেক্স (ছেলোপাড়া, বগুড়া), মম ইন (বগুড়া), রুটস সিনে ক্লাব (সিরাজগঞ্জ), গৌরি (শাহজাদপুর), শাপলা (রংপুর), নন্দিতা (সিলেট)।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

তৃতীয় সপ্তাহ মেজবাউর রহমান সুমন হাওয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর