Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আহত নৃত্যশিল্পীর পাশে বাপ্পী

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২২ ১৬:২২

সোমবার (৮ আগস্ট) দিবাগত রাতে রাজধানীর বেগুনবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন নৃত্যশিল্পী দম্পতি রিপন ও ঝর্ণা। এর মধ্যে ঝর্ণা বেশি আহত হয়েছিলেন। তার জন্য রক্তের প্রয়োজন হয়েছিলো। মধ্যরাতে যখন রক্ত দেওয়ার জন্য কাউকে পাওয়া যাচ্ছিলো না তখন রক্ত দিতে এগিয়ে আসেন চিত্রনায়ক বাপ্পী।

নৃত্যপরিচালক হাবিবুর রহমান বলেন, ‘রিপন ও ঝর্ণা ফ্রিলেন্স নৃত্যশিল্পী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন। আমার সঙ্গে বহু সিনেমায় কাজ করেছেন তারা। সোমবার মধ্য রাতে একটি শুটিং শেষ করে রিকশায় করে তারা বাসায় ফিরছিলেন। তখন পেছন থেকে তাদেরকে একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তারা দু’জনই। এরপর পথচারীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, ‘দুর্ঘটনায় ঝর্ণার বাম পা ভেঙে যায় ও রগ ছিঁড়ে যায়। জরুরিভিত্তিতে তার অস্ত্রোপচারের জন্য রক্তের প্রয়োজন ছিল। আমিসহ আমার অনেক সহকর্মী বিষয়টি জানিয়ে ফেসবুকে পোস্ট দেয়। এরপর বাপ্পি ভাই জানতে পেরে সঙ্গে সঙ্গে রাত ১টার দিকে হাসপাতালে ছুটে আসেন। তিনি রক্ত দেওয়ার পরই ঝর্ণার অস্ত্রোপচার হয়। ’

হাবিব আরো জানান, ঝর্ণা পঙ্গু হাসপাতালে ভর্তি হলেও তার স্বামী ভর্তি হয়েছেন ঢাকা মেডিক্যালে। বর্তমানে তাদের দুজনের অবস্থাই স্থিতিশীল।

সারাবাংলা/এজেডএস

নৃত্যশিল্পী বাপ্পী চৌধুরী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর