Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অক্টোবরে মুক্তি পাবে ‘হৃদিতা’

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২২ ১৭:১৬

প্রখ্যাত লেখক আনিসুল হকের উপন্যাস অবলম্বনে যুগ্ম পরিচালক ইস্পাহানী আরিফ জাহান নির্মাণ করেছেন ‘হৃদিতা’ । ২০১৯-২০ অর্থ বছরে সরকারি ৫৫ লাখ টাকা অনুদানও পেয়েছে। আগামী ৭ অক্টোবর মুক্তি পাবে ছবিটি।

ইস্পাহানী আরিফ জাহান বলেন, ‘বর্তমানে ‘দিন দ্যা ডে’, ‘পরাণ’, ‘হাওয়া’ সিনেমা দেখতে দর্শক যেভাবে প্রেক্ষাগৃহে আসছে আশা করছি আমাদের সিনেমা ‘হৃদিতা’ দেখতেও আসবে। সিনেমাটিতে একটা রোমান্টিক গল্প আছে। অনেক বার্তা আছে। দর্শকের ভালো লাগবে।’

বিজ্ঞাপন

‘হৃদিতা’র প্রধান চরিত্রে অভিনয় করবেন পূজা চেরী ও এ বি এম সুমন। নাম ভূমিকায় দেখা যাবে পূজাকে এবং সুমনকে দেখা যাবে কবির চরিত্রে। ঢাকা ও ব্যংককে শুটিং হয়েছে।

পূজা সারাবাংলাকে বলেন, ‘ছবিতে আমি একজন শান্ত, ভদ্র, চুপচাপ একটা মেয়ে। যে কিনা আপনমনে কথা বলে। সব মিলিয়ে দারুণ একটা চরিত্র। নিজেকে এখন হৃদিতার জন্য তৈরি করছি।’

সুমন বলেন, ‘আনিসুল হকের গল্প সবসময় দারুণ হয়। এ গল্পও অসাধারণ সুন্দর। দর্শকদের মনে ধাক্কা দেওয়ার মতো ছবি হবে আশা করি।’

সারাবাংলা/এজেডএস

৭ অক্টোবর এবিএম সুমন পূজা চেরী মুক্তি হৃদিতা