Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মঞ্চে ‘হ্যারি পটার’


২৩ এপ্রিল ২০১৮ ১৪:০৮ | আপডেট: ২৩ এপ্রিল ২০১৮ ১৫:২৫

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

জে কে রাউলিংয়ের লেখা উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমা ‘হ্যারি পটার’। সিরিজটি বড় পর্দায় তুমুল জনপ্রিয়তা লাভ করে। ২০১১ সালে মুক্তি পায় সিরিজটির শেষ সিনেমা ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হলোস-পার্ট টু’।

বড় পর্দার হ্যারি এবার নামছেন মঞ্চে। তবে কিছুটা ভিন্ন ঢংয়ে, ভিন্ন শিরোনামে। ‘হ্যারি পটার অ্যান্ড দ্য কার্সড চাইল্ড’ শিরোনামে একটি নাটক এসেছে মঞ্চে। ২২ এপ্রিল যুক্তরাষ্ট্রের ব্রডওয়ে থিয়েটারে মঞ্চস্থ হয় নাটকটি।

‘হ্যারি পটার অ্যান্ড দ্য কার্সড চাইল্ড’ নাটকের দৃশ্য

জে কে রাওলিং, জ্যাক থর্ণ এবং জন টিফেনি-এর লেখা গল্প থেকে নাটকিটির চিত্রনাট্য করেছেন জ্যাক থর্ণ। অনেকে ধারণা করছেন ‘হ্যারি পটার অ্যান্ড দ্য কার্সড চাইল্ড’ শিরোনামের নতুন এই গল্প থেকেই হয়ত তৈরী হবে হ্যারি পটার সিরিজের নতুন সিনেমা।

জে কে রাউলিং

যদিও নতুন সিনেমা নির্মাণের ব্যাপারে রাওলিং কোনো মন্তব্য করেননি। তবে সিনেমার চরিত্র নিয়ে এগিয়ে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘হ্যারি ও তার ছেলে অ্যালবাস-এর সম্পর্ককে কেন্দ্র করে এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে আমার। তবে অবশ্যই এ ইচ্ছা হ্যারির নাতি-নাতনি পর্যন্ত এগোবে না। আমি কখনোই এটা করব না।’

সারাবাংলা/পিএ/পিএম

 

 

জে কে রাওলিং হ্যারি পটার হ্যারি পটার অ্যান্ড দ্য কার্সড চাইল্ড

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর