বীরদের প্রতি সুবর্ণার শ্রদ্ধা
১৬ ডিসেম্বর ২০১৭ ১১:৫৯ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৭ ১৫:৫৬
স্টাফ করেসপন্ডেন্ট
বিজয়ের সকালে সুবর্ণা মুস্তাফার উত্তরার বাসার ছাদে উড়লো লাল সবুজ পতাকা। বাজলো জাতীয় সংগীত। মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বীরদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিজয় দিবস উদযাপন করলেন তিনি। শুধু সুবর্ণা মুস্তাফা নয়, সঙ্গে ছিলেন তার জীবনসঙ্গী বদরুল আনাম সৌদ, রুনা খান, নীলাঞ্জনা নীলা-সহ ‘গহীন বালুচর’ চলচ্চিত্রের কলাকুশলীরা।
বিজয়ের সকালে তারা এক হয়েছিলেন। লাল সবুজ পতাকার ছায়ায় সারবেঁধে দাঁড়িয়ে, জাতীয় সংগীতের সঙ্গে কণ্ঠ মেলাবেন বলে খুব সকালেই সুবর্ণা মুস্তাফার বাসায় হাজির হয়েছিলেন তারা।
‘গহীন বালুচর’ বদরুল আনাম সৌদের প্রথম ছবি। মুক্তি পাচ্ছে বিজয়ের মাসেই, ২৯ ডিসেম্বর।
ছবি: নূর
সারাবাংলা/কেবিএন/পিএম