Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পোস্টারে মুক্তিযুদ্ধের গল্প

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
১ আগস্ট ২০২২ ২০:২৫

মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিক ‘আশীর্বাদ’ ছবির প্রথম পোস্টার প্রকাশিত হয়েছে সোমবার (১ আগস্ট) সন্ধ্যায়। সেখানে পরিচালক তুলে এনেছেন আমাদের মহান মুক্তিযুদ্ধের গল্প।

সাজ্জাদুল ইসলাম সায়েমের ডিজাইনে পোস্টারের জমিন জুড়ে রক্তের লাল রঙ। এর মাঝে বাংলাদেশের মানচিত্র। তাতে ছবির প্রধান অভিনয়শিল্পী মাহিয়া মাহি, রোশানসহ অন্যান্যরা। মানচিত্রের বাইরে হুইল চেয়ারে এক শিশু, তার সামনে এক ব্যক্তি। পরিচালক জানালেন, ছবির কাহিনি আমাদের মুক্তিযুদ্ধ ও অটিজম নিয়ে। সে বিষয়টিই পোস্টারে তুলে আনার চেষ্টা করেছেন তারা।

বিজ্ঞাপন

‘আশীর্বাদ’ মুক্তি পাবে আগামী ১৯ আগস্ট। পরিচালক মানিক বলেন, আগস্ট মাস বাঙালি জাতির জন্য শোকের মাস। এ মাসে আমাদের ছবিটি ১৫ আগস্টে শহীদ বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল সদস্যদের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করছি।

তিনি আরও বলেন, বর্তমানে পরিছন্ন ও দেশীয় গল্পের ছবির দর্শক আবার বেড়েছে। আমাদের ছবিটিও এ প্রজন্মকে নতুন করে মুক্তিযুদ্ধ নিয়ে আগ্রহী করবে বলে আমার বিশ্বাস।

২০১৯-২০ অর্থ বছরে সরকারি অনুদানে নির্মিত হয়েছে ‘আশীর্বাদ’। এটি প্রযোজনা করেছেন তাহেরা ফেরদৌ জেনিফার।

সারাবাংলা/এজেডএস

আশীর্বাদ মাহিয়া মাহি মোস্তাফিজুর রহমান মানিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর