Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জীবন-রুমি জুটির প্রত্যাবর্তন

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
২৫ জুলাই ২০২২ ১৬:২৯

জনপ্রিয় গানের সুবাদে গীতিকার ও গায়ক-সংগীত পরিচালক জুটি গড়ে ওঠে। সেক্ষেত্রে রবিউল ইসলাম জীবন ও আরফিন রুমিকে সফল জুটি বলা যায়। কেননা এই যুগল অতীতে উপহার দিয়েছেন বেশ কয়েকটি শ্রোতানন্দিত গান। এর মধ্যে রয়েছে বাংলাদেশ ক্রিকেটের অবিচ্ছেদ্য গান ‘জ্বলে ওঠো বাংলাদেশ’, ‘সহে না যাতনা’, ‘প্রতিদিন দেখি তোমায়’, ‘এতটা ভালোবাসি তোমায়’, ‘প্রেমের পথে’, ‘পাগলী সুরাইয়া’ মতো গানগুলো।

জীবনের কথায় রুমির সুর কিংবা গায়কী শ্রোতারা অনেকদিন ধরেই পাচ্ছিলেন না। সেই বিরতি এবার শেষ হচ্ছে। ২৬ জুলাই প্রকাশিত হচ্ছে তাদের নতুন গান ‘খুব আদরে’।

বিজ্ঞাপন

বরাবরের মতো সুর-সংগীত করেছেন আরফিন রুমি নিজেই। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের গায়িকা আতিয়া আনিসা। এরইমধ্যে নির্মাণ করা হয়েছে গানটির ভিডিও। যেটির নির্দেশনায় আছেন মাসুদ রানা অনিক। ভিডিওতে মডেল হয়েছেন আরফিন রুমি ও সামিহা আক্তার। মিউজিক ভিডিওটি প্রকাশিত হবে সিডি চয়েসের ব্যানারে।

গানটি নিয়ে আরফিন রুমি বললেন, ‘আসলে গানের সংখ্যা কমিয়ে দিয়েছি। জীবন ভাইয়ের কথায় বেশ কয়েকটা সফল গান করেছি। অনেকদিন পর আবারও আমরা এক হলাম। এবারও ভালোলাগার মতো কিছুই পেতে যাচ্ছেন শ্রোতারা। এই গানটি প্রযোজনা করার জন্য বিশেষ ধন্যবাদ জানাই সিডি জহিরুল ইসলাম সোহেল ভাইকে।’

গীতিকার রবিউল ইসলাম জীবন বলেন, ‘আরফিন রুমি ভাইয়ের সঙ্গে বেশ কিছু গান করা হয়েছে আমার। তবে গত কয়েক বছর ধরে নানা কারণে নতুন গান করা হয়নি। এ নিয়ে ভক্ত-শুভাকাঙ্খীরা আবদার জানিয়ে আসছিলেন। অবশেষে সেই আবদার পূরণ হচ্ছে। আশা করছি আগের গানগুলোর মতো এটিও শ্রোতারা পছন্দ করবেন।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

আরফিন রুমি রবিউল ইসলাম জীবন

বিজ্ঞাপন

বিপিএলে ছক্কার রেকর্ড
৬ জানুয়ারি ২০২৫ ১৯:৪১

আরো

সম্পর্কিত খবর