Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসিবের গানে টলিউডের পূজা ব্যানার্জী

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২২ ১৭:৫৪

টিএম রেকর্ডসের ব্যানারে এবার প্রকাশিত হল নতুন গান ‘চল রাতকে করি ভোর’। তাপসের কথা, সুর ও সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন হাসিব। ‘চল রাতকে করি ভোর, আমি হয়ে গেছি তোর’-এমন কথার রোমান্টিক গানটির ভিডিওতে বাংলাদেশের মডেল নিবিরের এর সঙ্গী হয়েছেন টলিউডের পূজা ব্যানার্জী।

উচ্ছ্বসিত সংগীতশিল্পী হাসিব বলেন, “আমার শুরুটা যেহেতু ব্যান্ড থেকে এ গানটা আমার জনরার সঙ্গে খুব যায়। এরকম একটা ফাঙ্কি পপ গান পেয়েছি তাই অন্যরকম ভালো লাগা ও প্রত্যাশা কাজ করছে। গানটি তৈরি করেছেন কৌশিক হোসেন তাপস-তাঁর নিজস্ব নির্মাণ পদ্ধতিতে। আড্ডা দিতে দিতেই চোখের সামনে আমাদের সবাইকে মুগ্ধ করে দিয়ে উপস্থিত কথায় যথাযথ সুর বসিয়ে দিলেন। তারপর গানটি আমাকে উপহার দিলেন। আমি খুবই কৃতজ্ঞ এবং গর্বিত এ জন্য যে আমি টিএম পরিবারের একজন সদস্য এবং আমার এ মানের একটি গান প্রকাশিত হল।”

বিজ্ঞাপন

গানের মিউজিক ভিডিও প্রযোজনা ও এর স্টাইলিং করেছেন ফারজানা মুন্নী। গানের দৃশ্যায়ণ প্রসঙ্গে হাসিব বলেন, “একজন শিল্পীর জন্য একটা গানের মিউজিক ভিডিও এমন বিপুল বাজেটের এমন উচ্চতার হতে পারে যা ফারজানা মুন্নী ভাবির জন্য আমরা পাচ্ছি। তারমতো একজন ফ্যাশন আইকনের কাছ থেকে বাংলাদেশ এমন কিছু মিউজিক ভিডিও পাচ্ছে তা আমাদের সংগীতাঙ্গনের জন্য আশীর্বাদ।”

সারাবাংলা/এজেডএস

চল রাতকে করি ভোর পূজা ব্যানার্জী হাসিব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর