Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মায়ের গল্প ‘এলিয়ন’

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
২১ জুলাই ২০২২ ২২:৪২

মা কমলা বেগমের দুই সন্তান এবং তাদের বউ নিয়ে সংসার। সব সন্দুরভাবে চললেও দুই ছেলের কাছে কমলা বেগমকে বাড়তি লোক মনে হয়। বৃদ্ধ মানুষটা অনাদরে, অভাবে বাড়ীতে দিন কাটে। দুই ভাইয়ের বউদের মাঝে দ্ধন্ধের মূল কারণ হয়ে উঠে কোন ছেলে মাকে বেশি দিচ্ছে। এই বেশি বেশি করতে বৃদ্ধ কমলা বেগম খাবারটা সময় মতো পান না। তখন কমলা বেগমের কাছে আসেএলিয়ন। সব কিছু চোখের নিমিষে পরিবর্তন হয়ে যায়।

এ পরিবর্তন ছেলের বউরা মানতে পারে না। এমনি একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘এলিয়ন’। এতে মা চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান। আরও অভিনয় করেছেন টুটুল চৌধুরী, রেজমিন সেতু, আমিনুর ইসলাম লিটন,তাবাসুম মিথিলা,আজিম আহম্মেদসহ অনেকে।

বিজ্ঞাপন

নাটকটি রচনা করেছেন বরজাহান হোসেন। পরিচালনা করেছেন ফজলুল সেলিম। নাটকটি শুক্রবার (২২ জুলাই) রাত ১০টায় একুশে টিভিতে প্রচারিত হবে। প্রযোজনা করেছেন মাসুদ মঞ্চ ইন্টারন্যাশনাল। টেলিভিশনে প্রচারের পর এম এম থিয়েটার ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন।

সারাবাংলা/এজেডএস

এলিয়ন দিলারা জামান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর