Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুক্তার ‘রক্তজবা’ সেন্সর পেলো

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২২ ২০:১৩

‘কাঠবিড়ালী’খ্যাত নির্মাতা নিয়ামুল মুক্তার দ্বিতীয় ছবি ‘রক্তজবা’ সেন্সর ছাড়পত্র পেয়েছে। গেল ২৫ জুন ছবিটির সেন্সর শো অনুষ্ঠিত হয়। ২৮ জুন বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র হাতে পান পরিচালক।

জানা গেছে, আগামী সেপ্টেম্বর মাসে ছবিটি মুক্তি পাবে। মুক্তা গেল বছর ঢাকা ও চাঁদপুরে ছবিটির শুটিং করেন। তিনি বলেন, ‘কাঠবিড়ালী’র তুলনায় ‘রক্তজবা’ অনেক পরিণত ছবি হবে।

‘রক্তজবা’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, শরিফুল রাজ, লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, জয়িতা মহলানবিশ, অরিত্র আরিয়া প্রমুখ।

অবসরপ্রাপ্ত এক প্রধান শিক্ষকের কাছে আসা একটি চিঠিকে ঘিরে সিনেমাটির কাহিনি আবর্তিত হয়েছে। যে চিঠির মাধ্যমে শিক্ষক ফিরে যান একযুগ আগে। প্রধান শিক্ষকের ভূমিকায় অভিনয় করেছেন জর্জ।

‘রক্তজবা’র কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন মুহাম্মাদ তাসনীমুল হাসান। ক্রিয়েটিভ ও নির্বাহী প্রযোজক আবু শাহেদ ইমন। চিত্রগ্রহণ করছেন বরকত হোসাইন পলাশ, শিল্প নির্দেশনা দিয়েছেন কাজী তানভীর রশিদ অপু, অ্যাক্টিং কোচ হিসেবে ছিলেন আসাদুজ্জামান আবির ও প্রধান সহকারী পরিচালক কেএম কনক।

সারাবাংলা/এজেডএস

নিয়ামুল মুক্তা নুসরাত ইমরোজ তিশা রক্তজবা