Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

র‍্যাবিটহোলের প্রযোজনায় ইমেল হকের ‘চেক ইন’

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২২ ১৯:৫৯ | আপডেট: ২১ জুলাই ২০২২ ২৩:১১

মাসুম, পার্থ, শান, জিয়ন ওরফে কানা বাবা চার বন্ধু। যারা একই রুমে থেকে একই ভার্সিটিতে পড়ে। মাসুমের দীর্ঘদিনের প্রেমিকা রোদসীর হুট করে বিয়ে ঠিক হয়ে গেলে তিন বন্ধুর সহযোগিতায় রোদসীকে নিয়ে পালিয়ে যাওয়ার প্ল্যান করে। বন্ধুরা মিলে মাসুম রোদসীকে কক্সবাজারের বাসে তুলে দিতে গেলে মাসুম আবদার করে বসে সবাইকে তাদের সাথে যেতে হবে। নিরুপায় হয়ে পার্থ, শান, কানা বাবাও তাদের সাথে রওনা দেন। সেখানে যাওয়ার পরই পাচারকারী একজনের খপ্পড়ে পরে সবাই। শুরু হয় নানা নাটকীয়তা। যে নাটকীয়তায় রোমান্স, বন্ধুত্বের বন্ধন ও নানা প্রতিকূলতার চিত্র ফুটে ওঠে।

বিজ্ঞাপন

এমন গল্পে তরুণ নির্মাতা ইমেল হক নির্মাণ করেছেন ওয়েব সিরিজ ‘চেক ইন’। ছয় পর্বের সিরিজটি প্রযোজনা করেছে র‍্যাবিটহোলবিডি।

অভিনয় করেছেন জাকি আহমেদ জারিফ, পার্থ শেখ, আহমেদ গোলাম দস্তগীর শান, ইমন খান জিয়ন, জান্নাত আক্তার, মাসুম রেজোয়ান, সাবা চৌধুরী, রিসা চৌধুরী, মাহারিয়া আজমেরী, সঞ্চিতা দত্তসহ অনেকেই।

নির্মাতা ইমেল হক বলেন, ‘সিরিজটি দেখে দর্শক পূর্ণাঙ্গ বিনোদন পাবেন। সেই সঙ্গে তরুণ একদল অভিনেতার অভিনয়ে মুগ্ধ হবেন। র‍্যাবিডহোল প্রযোজক হিসেবে আমাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছিল। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।’

সারাবাংলা/এজেডএস

ইমেইল হক চেক ইন

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর