Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আলভী ও সামিয়ার ‘ক্রেজি লাভার’

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২২ ১৫:৩৮

সময়ের আলোচিত নাট্যপরিচালক জিয়াউদ্দিন আলম। কোরবানির ঈদে উপলক্ষে তার চারটি নাটক প্রকাশিত হয়েছে । এর মধ্যে লেজার ভিশনে ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে তিনটি নাটক। বাকিটি প্রকাশিত হয়েছে রবি বিঞ্জ অ্যাপে।

রবিবার (১৭ জুলাই) বিকেলে লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে ‘ক্রেজি লাভার’। নাটকটিতে অভিনয় করেছেন জাহের আলভী, সামিয়া অথৈ, শিখা খান মৌ, ইমরান হোসাইন, এইচ কে স্বাধীন, মুকুল খান।

বিজ্ঞাপন

জিয়া উদ্দিন আলম বলেন, নাটকটিতে আমি চেষ্টা করেছি এ সময়ের তরুণদের প্রেমের গল্প বলতে। সহজ-সরল এ গল্প দর্শকদের আনন্দ দিবে।

‘ক্রেজি লাভার’ রচনা করেছেন আরিফ খান স্বাধীন। চিত্রগ্রহনে ছিলেন হাসান জুয়েল , সম্পাদনা ও কালার করেছেন টিডি দীপক, সংগীত পরিচালনা করেছেন সজীব দাস, টাইটেল গানটি গেয়েছেন রাজন রোমান ।

সারাবাংলা/এজেডএস

আলভি ক্রেজি লাভার জিয়া উদ্দিন আলম সামিয়া অথৈ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর