ইদে ৫ চ্যানেলে মায়া
১৩ জুলাই ২০২২ ২২:৪৯ | আপডেট: ১৩ জুলাই ২০২২ ২২:৫২
গ্রামীন জীবনে একদিকে দারিদ্র্য-টানাপোড়েন আরেকদিকে গৃহপালিত পশুর প্রতি প্রেম এমনই দোটানার ভেতর দিয়ে আবর্তিত হবে নির্মাতা লেলিন ইসলামের চলচ্চিত্র মায়া’র গল্প। ইদের সপ্তম দিন শনিবার (১৬ জুলাই) চলচ্চিত্রটি দেশের পাঁচটি স্যাটেলাইট চ্যানেলে সম্প্রচারিত হবে।
মায়া দেখা যাবে:
দীপ্ত টিভিতে দুপুর ১২টা ১০ মিনিট, একুশে টিভিতে দুপুর একটায়, চ্যানেল নাইনে বিকেল চারটায়, দেশ টিভিতে সন্ধ্যা ছয়টায় এবং এশিয়ান টিভিতে সন্ধ্যা সাড়ে সাতটায়।
মায়া’র গল্প লিখেছেন অনিমেষ আইচ এবং রাজীব আশরাফ আর চিত্রনাট্য শাওন কৈরী। সম্পাদনা করেছেন শামসুল আরেফিন সাদি।
সারাবাংলা’র সঙ্গে কথোপকথনে নির্মাতা লেলিন ইসলাম জানান, ইদুল আজহাকে সামনে রেখে তিনি একটি উচ্চবিত্ত নারীর নানান সংকট নিয়ে ফিকশন বানানোর কথা ভাবছিলেন; কিন্তু শেষে একদম বিপরীত পটভূমিতে মায়া তৈরি হয়ে গেল।
১৮ মিনিট দৈর্ঘ্যের এই চলচ্চিত্রের ক্রিয়েটিভ প্রোডিউসার অনিমেষ আইচ, প্রযোজক শাহরিয়ার শাকিল, প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই।
সারাবাংলা/একেএম