প্রখ্যাত ড্রামার রুমি রহমান আর নেই
১১ জুলাই ২০২২ ১৩:৩০ | আপডেট: ১১ জুলাই ২০২২ ১৬:১২
প্রখ্যাত ড্রামার ও সংগীত পরিচালক রুমি রহমান আর নেই। বাসায় অসুস্থ হয়ে পড়লে সোমবার (১১ জুলাই) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত বলে জানান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। ১ মাস ৪ দিন বয়সী একটি শিশু সন্তান রয়েছে তার।
তার স্ত্রী গায়িকা বর্ষা চৌধুরী জানান, ভোররাত চারটার দিকে রুমির শরীর খারাপ হতে থাকে। রুমি রহমান নিজেই তাকে হাসপাতালে নেওয়ার কথা বলছিলেন। গাড়িচালক সংকট, লিফট বন্ধের বাধা পার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত বলে জানান।
তিনি আরও জানান, ইদের পুরোদিন পরিবারের সঙ্গে কেটেছে ড্রামার রুমি রহমানের। রাতে সবাই একসঙ্গে খাবার খেয়েছেন।
নব্বইয়ের দশক থেকেই ব্যান্ডসংগীতের যুক্ত রুমি রহমান। এককভাবে অনেক শিল্পীর সঙ্গে ড্রাম বাজানোর পাশাপাশি লেজেন্ড, ট্রাপ, অর্থহীন, আর্ক, দলছুট, অরণ্য ও সিম্পোনিয়াম মতো জনপ্রিয় ব্যান্ডের ড্রামার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
২০২০ সালের ৩ মার্চ সংগীতশিল্পী বর্ষা চৌধুরীকে বিয়ে করেন রুমি রহমান। এর আগে অভিনয়শিল্পী তাজিন আহমেদের সঙ্গে বিয়ে হয়েছিল রুমির।
সারাবাংলা/এএম