Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শাহরুখের স্ত্রী’ পরিচয়টা পছন্দ নয় গৌরীর

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১০ জুলাই ২০২২ ২০:৪২ | আপডেট: ১০ জুলাই ২০২২ ২০:৪৯

বলিউড বাদশা শাহরুখ খানের ফিল্ম ক্যারিয়ার কয়েক দশকের। তার জার্নিতে শুরু থেকেই হাতটা শক্ত করে ধরে ছিলেন স্ত্রী গৌরী খান। আর তাই হয়ত গৌরী খানের নাম সামনে আসলেই বেশিরভাগ মানুষ শাহরুখ ঘরণী হিসেবেই চিনে ফেলবেন তাকে। তবে গৌরী খান কেবল বলিউড সুপারস্টারের স্ত্রী নন। তার নিজের পরিচয়ও কিন্তু বিরাট। গৃহ সজ্জায় তার জুড়ি মেলা ভার। তাই এখন বলিউডের বড় বড় তারকারাও গৌরী খানের ডিজাইন করা ঘরে থাকতে ভালোবাসেন। তাদের প্রাসাদসম বাড়ি গৌরীর ডিজাইনে হয়ে ওঠে আরও আকর্ষণীয়। কিন্তু একবার এক সাক্ষাৎকারে গৌরী বলেছিলেন ‘তারকা স্ত্রী’ তকমা মোটেই পছন্দ নয় তার। ভারতীয় এক সংবাদমাধ্যমের সঙ্গে একান্ত আলাপচারিতায় এই মতামত ব্যক্ত করেছিলেন শাহরুখ ঘরণী।

বিজ্ঞাপন

গৌরী জানান, ‘সাধারণ মানুষ হিসাবে লোকে আমাকে চিনুক’। বললেন, ‘স্টার ওয়াইফ… এই শব্দটা শুনলেই আমি কেমন মেজাজ হারাই। এটা খুব অদ্ভূত লাগে আমার শুনতে। যদি মানুষ আমাকে সাধারণ মানুষ হিসাবে দেখে, আজকের নারী হিসাবে দেখে… কোনও স্টারের স্ত্রী হিসাবে না দেখে। আমি কারুর সঙ্গে নিজের নাম জড়াতে চাই না, আবার আমি যে খুব বেশি মাত্রায় উচ্চাকাঙ্খী তেমনটাও নয়। আমার জীবনটা হল, সকালে ওঠো, জিমে যাও, স্বাস্থ্যবান থাকো, কাজ করো, শৈল্পিক ভাবনায় বলিয়ান হও, আর বাড়িতে সন্তানদের কাছে ফিরে এসো।’

বিজ্ঞাপন

গৌরীর কথায় নিজের কেরিয়ার খুব জলদি শুরু না করতে পারবার জেরে হয়ত আন্তর্জাতিক মানের ইন্টিরিয়ার ডিজাইনার হয়ে উঠতে পারেননি তিনি। কিন্তু জীবনে কোনওকিছুর জন্যই সময় পার হয়ে যায় না। তিনি যোগ করেন, ‘আমি আমার লক্ষ্যে অবিচল। সেই লক্ষ্য রোজ পূরণ হচ্ছে। আমার সাজানো সব কিছু যখন স্পর্শ করি, এক জন সফল মহিলা হিসেবে গর্ব অনুভব করি।’

ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি (এনআইএফটি)-র প্রাক্তন ছাত্রী গৌরী। শাহরুখের সঙ্গে তিন দশকের দাম্পত্য গৌরীর। তিন সন্তানকে নিয়ে সুখের সংসার তাদের। তবু কর্মক্ষেত্রে তারা দুজন ভিন্ন মানুষ, তাদের ভিন্ন পরিচয়- নিজের প্রাপ্য সম্মানটুকু বুঝে নিতে সবসময়ই মরিয়া গৌরী খান।

সারাবাংলা/এএসজি

গৌরী খান শাহরুখ খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর