Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইদের বিশেষ টেলিফিল্ম ‘থ্রি মাস্কেটিয়ারর্স’

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১০ জুলাই ২০২২ ১৬:২৯

ইদুল আজহা উপলক্ষে এনটিভিতে প্রচারিত হবে বিশেষ টেলিফিল্ম ‘থ্রি মাস্কেটিয়ারর্স’। মেজবাহ উদ্দীন সুমনের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন হাসান রেজাউল। অভিনয় করেছেন- তামিম মৃধা, এ্যালেন শুভ্র, রোকাইয়া জাহান চমক, শহীদ উন নবী, অবিদ রেহান, ন্বর্ণালী, উজ্জল প্রমূখ।

টেলিফিল্মের গল্পে দেখা যাবে, ফারাবী, আবীর, আর জন তিন বন্ধু। সারাক্ষণ মৌজ মাস্তি আর বন্ধু বান্ধব নিয়ে হই হুল্লোড় করেই তারা বেশ আছে। তিন বন্ধু ফোনে সারাক্ষন ভাইবার, হোয়াটসঅ্যাপ, ফেসবুক চ্যাটিং আর ফোনে কথা বলা নিয়ে ব্যস্ত। ফোনে তারা সবসময়ই বিভিন্ন মেয়েদের সাথে চ্যাট করে আর ব্লাইন্ড ডেট করে। কিন্তু এটা সবাই সবার কাছেই গোপন রাখে। একবার এক ডিজে পার্টিতে বেশ নাচানাচি করা এক মেয়ের সাথে তিনজন একসাথেই ক্রাশ খায়। কিন্তু সবাই ভাব নেয়, অভিনয় করে। কিন্তু লুকিয়ে লুকিয়ে প্রত্যেকেই মেয়েটার নাম্বার নেয় এবং যোগাযোগ রক্ষা করে। প্রত্যেকেই আলাদা আলাদা স্বপ্ন দেখে বেড়ায়। এরপর ঘটতে থাকে মজার মজার ঘটনা!

বিজ্ঞাপন

‘থ্রি মাস্কেটিয়ারর্স’ প্রচারিত হবে ইদের তৃতীয় দিন দুপুর ২টা ২৫ মিনিটে এনটিভিতে।

সারাবাংলা/এএসজি

ইদের বিশেষ টেলিফিল্ম ‘থ্রি মাস্কেটিয়ারর্স’ এনটিভি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর