Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইদে এনটিভিতে ৭ পর্বের বিশেষ ধারাবাহিক ‘ব্যালান্স’

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৯ জুলাই ২০২২ ১৮:৫২

ইদুল আজহা উপলক্ষে এনটিভিতে প্রতিদিন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রচার হবে ৭ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘ব্যালান্স’। আদিবাসী মিজানের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন- সাব্বির অর্ণব, মুনমুন আহমেদ, ফজলুর রহমান বাবু, গুলশান আরা আহমেদ, মুকিত জাকারিয়া, নূর এ কাঞ্চন, রিফাত চৌধুরী, মিষ্টি মারিয়া, সিয়াম নাসির, শেহজাদ ওমর, তোফা, আফরোজা, নিশাত তাসনিম তমা প্রমূখ।

নাটকের গল্পে দেখা যাবে, সায়মন একটি প্রাইভেট কোম্পানীতে চাকরী করে। তার বাবা ফারুক সাহেব চাকুরি থেকে অবসরে গেলেও এখন একটা টিউশনি করান। সংসারে আরো আছেন মা আর ছোট এক বোন। বাবা আর ছেলের সামান্য আয়ে কোনরকমে সংসার চলে তাদের। তাদের সবার মনে অনেক সাধ থাকলেও সাধ্য নেই, তাই তারা সবার সাথেই ব্যালান্স করে চলে। সায়মন তার বাবার কাছ থেকে একটা জিনিস শিখেছে যে, কীভাবে সবার সাথে ব্যালান্স আর কম্প্রোমাইজ করে চলতে হয়। তাই সায়মন তার কর্মজীবনে, বন্ধু-বান্ধব এমনকি নববধূ তানিয়ার সাথেও ব্যালান্স করে চলতে চেষ্টা করে। এই ব্যালান্স করতে গিয়ে তার জীবনে অনেক ঘটনা আর দূর্ঘটনা ঘটতে থাকে।

সারাবাংলা/এএসজি

ইদে এনটিভিতে ৭ পর্বের বিশেষ ধারাবাহিক ‘ব্যালান্স’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর