Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদে এসএ টিভিতে ‘কানামাছি’

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২২ ১৫:২২

ঈদ উপলক্ষে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘কানামাছি’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী মুশফিক আর ফারহান ও সারিকা সাবাহ। এই নাটকটি নির্মাণ করেছেন নির্মাতা আলোক হাসান।

জানা গেছে, পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে ঈদের দ্বিতীয় দিন বিকাল ৪ টায় এসএ টিভির বিশেষ আয়োজনে নাটকটি প্রচারিত হবে। স্পটলাইট পিআর এর সৌজন্যে নাটকটির টাইটেল স্পন্সর ‘ওয়েল ফুড’ এবং পাওয়ার্ড বাই ‘বিউটিশিয়া’।

বিজ্ঞাপন

‘কানামাছি’ নাটকে ফারহান ও সারিকা ছাড়াও আরও অভিনয় করেছেন চাষী আলম, তানজিম অনিক সহ আরও অনেকে।

এ প্রসঙ্গে নির্মাতা আলোক হাসান বলেন, ‘দর্শকদের বিনোদনের কথা ভেবেই নাটকটি বানানো হয়েছে। ‘কানামাছি’ নাটকটির গল্প অনেক সুন্দর। আশা করছি, নাটকটি দর্শকরা উপভোগ করবেন।

সারাবাংলা/এজেডএস

আলোক হাসান এসএ টিভি কানামাছি

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর