Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাবা হারালেন মোস্তফা সরয়ার ফারুকী

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২২ ১১:৪৬ | আপডেট: ৮ জুলাই ২০২২ ১৩:০১

নন্দিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর আব্দুর রউফ ফারুকী বাবা আর নেই। শুক্রবার (৮ জুলাই) সকাল ১০টার দিকে তিনি মারা যান। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ খবরটি নিশ্চিত করেছেন।

মোস্তফার সরয়ার ফারুকীর প্রতিষ্ঠান ছবিয়ালের সহকারী পরিচালক সিজু খান সারাবাংলাকে বলেন, আংকেল অনেকদিন যাবত বাধর্ক্যজনিত নানান সমস্যায় ভুগছিলেন। তিন দিন আগে ওনাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আজকে (শুক্রবার) সকাল দশটার দিকে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

তিনি জানান, আব্দুর রউফ ফারুকীর দুটি নামাযে জানাজা অনুষ্ঠিত হবে। প্রথম জানাযাটি অনুষ্ঠিত হবে নাখালপাড়ার নূরানী মসজিদে এবং দ্বিতীয় জানাযা হবে তেজগাঁও রহিম মেটাল কবরস্থান মসজিদে। রহিম মেটাল কবরস্থানেই তাকে তার স্ত্রীর কবরের পাশে তাকে দাফন করা হবে।

মোস্তফা সরয়ার ফারুকীর বাবার মৃত্যুতে তার অনেক সহকর্মী, সাবেক সহকারী পরিচালক, অভিনেতা, অভিনেত্রী অনেকেই ছুটে গিয়েছেন তার বাসায়।

সারাবাংলা/এজেডএস

আর নেই বাবা মোস্তফা সরয়ার ফারুকী

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর