Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইদের নানা আয়োজনে নতুন টেলিভিশন চ্যানেল ‘এখন’

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৭ জুলাই ২০২২ ২০:৫৯

দরজায় কড়া নাড়ছে ইদুল আযহা। এই উৎসবকে ঘিরে দেশের টেলিভিশন চ্যানেলগুলোও নানা আয়োজনে সাজিয়েছে তাদের ইদুল আজহার অনুষ্ঠানমালা। এবারের এই ইদ আয়োজনে দর্শকদের নির্মল বিনোদন দিতে তিনদিনের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে দেশের প্রথম বিজনেস টেলিভিশন ‘এখন’।

ইদের দিন রাত ১১টায় প্রচার হবে ‘এখন আনন্দে’ অনুষ্ঠানটি। এতে অতিথি হিসেবে থাকবেন অনন্ত জলিল ও বর্ষা দম্পতি। এ সময় নানা বিষয়ে কথা বলেছেন তারা। একইভাবে ইদের দ্বিতীয় দিন এ অনুষ্ঠানে হাজির হবেন ‘হাওয়া’ সিনেমার অভিনয়শিল্পীরা।

বিজ্ঞাপন

ইদের দিন রাত ১০টায় প্রচার হবে ‘আপনার সঙ্গে’ অনুষ্ঠানটি। এতে উপস্থিত থাকবেন অভিনেত্রী দিলারা জামান। ইদের দ্বিতীয় দিন এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমিরুল হক চৌধুরী এবং তৃতীয় দিনের অতিথি শিমুল মুস্তাফা।

ইদের দিন রাত ৮টায় প্রচার হবে ‘এখন মাঠে’ অনুষ্ঠানটি। এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাশরাফি বিন মর্তুজা, ইদের দ্বিতীয় ও তৃতীয় দিন এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আর্চার রোমান দিয়া এবং ফুটবলার সানজিদা। এছাড়াও ট্রাভেল শো ‘সফর’ প্রচার হবে ইদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় দিন রাত সাড়ে ৮টায়।

সারাবাংলা/এএসজি

ইদের নানা আয়োজনে নতুন টেলিভিশন চ্যানেল ‘এখন’ এখন টেলিভিশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর